সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩১ বছর, ৩৫ গুণীজনকে সম্মাননা প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ২:৫৪:০২ অপরাহ্ন
লন্ডন অফিস: জমকালো আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান ১৫ জুলাই লন্ডনের পামট্রি হলে অনুষ্ঠিত হয়েছে।
সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ও টিভির চীফ পেট্রন বিবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট সাঈদুর রহমান রেনু জেপি’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেডিও টিভি ফাউন্ডার মিছবাহ জামাল ও চানেল এস সিনিয়র নিউজ প্রেজেন্টোর ও এডিটর রুপি আমিন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বরা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সলুক আহমদ।
অনুষ্ঠানে বৃটেনের বাংগালী কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৩৫ গুনীজনকে সম্মাননা প্রদান করা হয়।
রেডিও ও টিভির পক্ষে সকলকে সম্মাননা সাটিফিকেট তুলে দেন স্পীকার কাউন্সিলার সলুক আহমেদ, চানেল এস চেয়ারমান আহমদ উস সামাদ চৌধুরী জেপি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও রেডিও টিভির চীফ এডভাইজার মহিব চৌধুরী, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ও টিভির চীফ পেট্রন বিবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট সাঈদুর রহমান রেনু জেপি ও মিছবাহ জামাল।
অনুষ্ঠানে যাদেরকে সম্মাননা প্রদান করা হয় তারা হলেন- পেট্রন আলহাজ্ব মানিক মিয়া, উইন্ডসর বরোর সাবেক কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম, হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাঃ আলাউদ্দিন আহমেদ ও মিসেস মাহবুবা আহমেদ, রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্টের প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন, হারো কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার সেলিম চৌধুরী, হান্সলো বরো কাউন্সিলের ডেপুটি মেয়র জুনু মিয়া, লুটন বরো কাউন্সিলের প্রথম বাংগালি ডেপুটি মেয়র কাউন্সিলার শাহানারা নাসের, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পীকার আহবাব হোসেন, ওয়ার্দিং কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার ফেরদৌসী হেনা চৌধুরী, বাংলাদেশ কাটারার্স এসোসিয়েশন প্রেসিডেন্ট অলি খান এমবিই, বিবিসিএ প্রেসিডেন্ট তোফাজ্জল মিয়া, বিবিসিআই ডিরেক্টর ডঃ শাহানুর খান, সাফোক বাংলাদেশী এসোসিয়েশনের ফাউন্ডার চেয়ারপার্সন মানিক মিয়া, বিশিষ্ট সংগীত শিল্পী আলাউর রহমান।
বৃটেনে সাংবাদিকতায় অবদানের জন্য সিনিয়র সাংবাদিক লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও কারী লাইফ এডিটর সৈয়দ নাহাস পাশা, বিশিষ্ট রেডিও বাক্তিত্ব সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মিলন, বিশিষ্ট কবি ছড়াকার দিলু নাসের, সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি কারল, সিনিয়র টিভি নিউজ প্রেজেন্টার রুপি আমিন, অনুপম নিউজ টোয়েন্টিফোর সম্পাদক ও প্রকাশক মুহিব উদ্দিন চৌধুরী, যুক্তরাজ্যের প্রথম বাংলাদেশি অনলাইন টিভি চ্যানেল এলবি২৪ এর ফাউন্ডার শাহ ইউসুফ, নতুন দিন অনলাইন এডিটর ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইসি মেম্বার পলি রহমান।
আরো যাদের সম্মাননা প্রদান করা হয় তারা হলেন- নাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ইন্টারনাশনাল রিলেশন সেক্রেটারি এস আই আজাদ আলি, সাংবাদিক কবি গীতিকার আব্দুল মুকিত মুকতার, কানেক্টিং কমিউনিটি চেয়ার মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী, মিডিয়া বাক্তিত্ব আলি সাদেক শিপু, গোলাপগঞ্জ সসিয়েল এন্ড কালচারাল ট্রাষ্ট ইউকে সভাপতি মোঃ দিলওয়ার হোসেন, বিটিএ ট্রেজারার প্রফেসর মিসবাহ কামাল, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের ট্রেজারার রফিকুল হায়দার, প্রবাসী কলান পরিষদের ট্রেজারার ডঃ সৈয়দ মাসুক আহমদ, বিশিষ্ট বাবসায়ী গুলজার খান, বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ আব্দুল মুকিত, তোফাজ্জল আলম এম এ কাদির, বাবসায়ী শাহিন আহমেদ উজ্জল, ডঃ মোহাম্মদ ওমর শাফি, বিশিষ্ট সমাজসেবী আব্দুল বাসিত চৌধুরী, মদরিস আলি মোফাজ্জিল, আংগুর আলি।
অতিথিদের মাঝে উপস্হিত ছিলেন বারিষ্টার মাসুদ চৌধুরী, বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেন, কাউন্সিলর ফয়জুর রহমান, সালমা বেগম, কবি মুজিবুল হক মনি, সুফি সোহেল আহমদ, নাসিম আহমদ, সুহেল আহমেদ, আলিন উদ্দিন, শাহিদ সাদি, নাহিদা খানম, বাবলি আহমেদ, মেঘনা মিনারা উদ্দিন, মিসেস সুফিয়া খানম উদ্দিন, সুমাইয়া উদ্দিন, শায়েকা মিছবাহ, নাহমাদ মিছবাহ, শাহিরা লাবিবা মিছবাহ, সাকিয়া মুকিত, এনায়েত খান, আখলাছুর রহমান খান, শেখ শামিম আহমেদ, ফখর আহমদ, জয়নুল ইসলাম চৌধুরী, নিয়াজ চৌধুরী সুভন, গোলাম রব্বানী রুহি আহাদ, গোলাম রসুল মুহি আহাদ, শাহিন আহমদ উজ্জল, নাদির মজুমদার, লিসা চৌধুরী, মেহেদী চৌধুরী, ফারুক মিয়া, মতিউর রহমান খোকন, মোহাম্মদ ওয়ারিছ আলী, বিশিষ্ট রেডিও টিভি উপস্হাপক তোফায়েল আহমেদ, কাজল চৌধুরী, সালমা বেগম, এখলাছুর রহমান পাক্কু, শামসুল জাকি স্বপন, গোলাম আকবর মুক্তা, আশরাফ গাজি, আব্দুল মুকিত, নাসিম আহমদ, মোঃ হেলাল, সিনিয়র সাংবাদিক দর্পনণ সম্পাদক রহমত আলি, চানেল এস চীফ রিপোর্টার রেজাউল করিম মৃধা, সাংবাদিক আলাউর রাহমান খান শাহিন, রেডিও টিভি প্রেজেন্টার হেনা বেগম, এলবি২৪ টিভির অপারেশন ডিরেক্টর শাহ রোকসানা তারিন, নিউজ প্রেজেন্টোর সৈয়দা তামান্না ইকবাল, হেড অব প্রডাকশন্স মাহবুবুল হক হ্রদয়, দিলরুবা, ইয়াসমিন রুহি, তামান্না মিয়া, শওকত ফারাজি, তানিয়া ফারাজি হাসি খান ও ফারুক উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ওয়াহিদ সিরাজী।
অনুষ্ঠানের শেষ পর্বে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের প্যাট্রনদের সহযোগিতায় দুঃস্হ মানুষের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে “পীস হোম” PEACE HOME কার্যক্রমের জন্য ফান্ড রেইজিং পর্ব পরিচালনা করেন পীস হোম ফান্ড রেইজিং কমিটির চেয়ার আব্দুল মুহিত চৌধুরী।
প্রস্তাবিত জেনারেল সেক্রেটারি ডাঃ সৈয়দ মাসুক আহমদ, ট্রেজারার গোলাম রব্বানী রুহি আহাদ, মুহি আহাদ সহ পীস হোমের প্যাট্রনরা।
পীস হোম কার্যক্রমে ১০০০ পাউন্ড করে দান করায় ১৩ জনকে সংগঠনের প্যাট্রন হিসেবে মনোনীত করা হয়।



