গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সাধারণ সভা সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ৩:০৫:০০ অপরাহ্ন
বেলাল আহমেদ, ডাবলিন-আয়ারলেন্ড: গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের উদ্যোগে ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার ডাবলিন রেড কাউ হোটেলে এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। তেলাওয়াত করেন সংগঠনের অন্যতম সদস্য আব্দুল জলিল।
সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নবী। প্রথম পর্ব সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক একাউন্টেন্ট আব্দুল মুহিত।
দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম সদস্য শাকিল আহমেদ চৌধুরী। বার্ষিক এ সাধারণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত সংগঠনের আয় এবং ব্যয়ের হিসাব ও সংগঠনের আগামী দিনের কার্যপ্রণালী পেশ করেন। সংগঠনটির সভাপতি গোলাম নবী পুরাতন এবং নতুন সকল সদস্যকে শুভেচ্ছা জানান।
গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের এ বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের উপদেষ্টা সৈয়দ রেজওয়ান আহমেদ(বাবু), মোঃ টিটু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আব্দুস শহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েম তফাদার, দপ্তর সম্পাদক, জিতু মিয়া, অর্থ সম্পাদক রাব্বি খাঁন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
বার্ষিক এ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে যেসব সিদ্ধান্ত হয় সেগুলো হল— ১. আগামী ১৯ জুলাই ২০২৫ গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের পিকনিক অনুষ্ঠিত হবে। স্থান: উইক্লো পাওয়ার স্কট। ২. ইসলামিক ওয়াজ মাহফিল ও হামদ ও নাচ আয়োজন করা হবে। ৩.গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নতুন সদস্য সংগ্রহ করা হবে।


