‘রঙের দুনিয়া ‘ কাব্য গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা ও কমিটি গঠণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৫, ৯:০১:১৫ অপরাহ্ন
লন্ডন অফিস: বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট কে এম আবু তাহের চৌধুরীর রচিত রঙের দুনিয়া বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের দ্বিতীয় প্রস্তুতি সভা ৭ জুলাই মঙ্গলবার বিকেল ছয়টায় পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতা এম এ মান্নান এবং সভা পরিচালনা করেন বিশিষ্ট লেখক সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন।
সভায় আলোচনায় অংশ নেন, লেখক ও গবেষক ড: মোহাম্মদ আবুল লেইস, কে এম আবু তাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, খান জামাল নুরুল ইসলাম, কবি শিহাবুজ্জামান কামাল, সাংবাদিক রহমত আলী, একাউন্টেন্ট এম নাসির উদ্দিন, হাজী ফারুক মিয়া, মোহাম্মদ মসুদুর রহমান চৌধুরী, এম এ রব, মোঃ আবুল বাশার, সাংবাদিক ডঃ আজিজুল আম্বিয়া, সাংবাদিক আফসর উদ্দিন, মোহাম্মদ ইকবাল, হাজী বুলু মিয়া, ছয়ফুর রহমান হিরো কোরেশী প্রমুখ।
উক্ত সভায় ‘ রঙের দুনিয়া ‘ কাব্য গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নানকে আহবায়ক, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিনকে সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফাকে অর্থ সচিব করে ১৫ সদস্য একটি কমিটি গঠণ করা হয় ।



