বাসক ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক মোঃ নজমুল হককে সিলেটে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৫, ১০:২২:০৮ অপরাহ্ন
এমদাদুল হক, সিলেট: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)-এর ফ্রান্স শাখার কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নজমুল হকের বাংলাদেশ সফর উপলক্ষে বাসক সিলেট বিভাগের উদ্যোগে ৫ জুলাই শনিবার সন্ধ্যা ৭টার সময় সিলেটের উপশহরের গার্ডেন টাওয়ার এক হৃদয়গ্রাহী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক সিলেট বিভাগের সহ সভাপতি শিব্বির আহমেদের সভাপতিত্বে ও ডাঃ মুরাদ হোসেন এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসক বাংলাদেশ-এর ভাইস-চেয়ারম্যান ও সিলেট বিভাগের সভাপতি জনাব সোহেল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসক সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জনাব ফয়জুর রহমান বেলাল।এনামুল কবির চৌধুরী সহ-সভাপতি, সিলেট জেলা ছাত্রদল,আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ছাত্রদল, শেখ আজিজুল হক সুজা, সহ-সম্পাদক, সিলেট জেলা যুবদল,মনিরুল ইসলাম জুয়েল , সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ছাত্রদল।
বক্তারা তাঁদের বক্তব্যে মোঃ নজমুল হক-এর প্রবাসে মানবাধিকার ও আইনি সহায়তায় অগ্রণী ভূমিকার প্রশংসা করেন এবং তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বকে দেশে-বিদেশে বাসকের কার্যক্রম আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাতক উপজেলার ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন সুমন, রেজাউল করিম, ক্রীড়া সম্পাদক আরজু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সামসুল ইসলাম, এনাম উদ্দিন, হক ফাউন্ডেশনের সদস্য সচিব এমদাদুল হক প্রমুখ।
আলোচনা শেষে মোঃ নজমুল হককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আন্তরিকতায় ভরপুর, যেখানে প্রবাসী ও স্থানীয় নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দৃঢ় প্রকাশ ঘটে।




