যুক্তরাজ্যে সফররত আনোয়ার হোসেনকে লন্ডনে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৫, ১০:২৪:০৩ অপরাহ্ন
লন্ডন অফিস: ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার বিশিষ্ট মুরব্বি আনোয়ার হোসেনের যুক্তরাজ্যে আগমন উপলক্ষে ৩০ জুন লন্ডনের একটি হলে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন ইউকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই এসোসিয়েশন সভাপতি তছউর আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানুর।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি শামীম আহমেদ, সহসভাপতি দেওয়ান নজরুল ইসলাম, সহসভাপতি সেলিম উদ্দিন চাকলাদার, সহ সভাপতি আজন উদ্দিন, সহসভাপতি তমিজুর রহমান রন্জূ, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিটিষ্ট সাবেক কাউন্সিলার আমিনুর রশিদ খান, কমিউনিটি এক্টিভিষ্টস আব্দুল কাদির, কমিউনিটি এক্টিভিষ্টস আতাউর রহমান আ্ংগুর মিয়া, কমিউনিটি এক্টিভিষ্টস আব্দুল মতিন।
আর ও উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল কাদির, সহ সভাপতি আবুল হাসনাত নাইস, কোষাধ্যক্ষ ফরিদ আহমদ, হাফিজ রশিদ খান জুনু, কার্যকরি কমিটির সদস্য শামীম আহমেদ, হেলাল আহমেদ, মেজবাহ উদ্দিন আহমেদ, কিশোয়ার আনাম লিটন, রেজওয়ান হোসেন রেজা, লিখন আহমেদ। সাহাব উদ্দিন, লিমন জামান।
বক্তারা বলেন, আনোয়ার হোসেন একজন মানবহিতৈষী মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ। মানুষের সুখ দুঃখে পাশে দাড়িয়ে সাহায্য সহযোগিতা করে থাকেন। আনোয়ার হোসেনের বাড়ির প্রতিটি মানুষের সাথে সবার মিতালী রয়েছে। রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে এই বাড়ির লোকজনের সঙ্গে এলাকার প্রতিটি শ্রেণী পেশার সাথে গভীর সুসম্পর্ক রয়েছে। তিনি একজন নির্ভেজাল মানুষ। কোন মানুষের সাথে বৈরী কোন সম্পর্ক নাই। মনোমুগ্ধকর আত্মার সম্পর্ক। তাঁর মতো একজন সজ্জন মানুষ পাওয়া বর্তমানে পাওয়া বড় দুষ্কর। আনোয়ার হোসেন সাহেব কে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মানিত করা হয়। লন্ডনে বসবাসরত ঢাকাদক্ষিণের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করেছেন।ইংল্যান্ডের জনপ্রিয় চ্যানেল হাওয়া টিভি লাইভ সম্প্রচার করেছে।