মিশিগানে ধর্মীয় ও সাংস্কৃতিক উচ্ছ্বাসে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৫, ৯:০১:১০ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রামিক সিটিতে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের বার্ষিক রথযাত্রা আনন্দঘন এবং সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
গত শনিবার বিকাল ৬টায় বেলমন্ট গ্যালাগার পয়েন্ট থেকে রথযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পৌছায় হ্যামট্রামিক সিটি হলের সম্মুখে। রথযাত্রাকে কেন্দ্র করে গোটা শহর পরিণত হয় এক ভিন্নধর্মী উৎসবে। সনাতন সংঘ হ্যামট্রামিক আয়োজিত এই মহোৎসবে অংশ নেয় শত শত ভক্ত ও দর্শনার্থী। রথ টানার আনন্দে অংশ নেয় সব বয়সের মানুষ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। কীর্তনের সুর, মৃদঙ্গের বাজনা এবং আবির-উৎসবের রঙিন আবেশে সৃষ্টি হয় এক অপার্থিব অনুভূতি। শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ।
আয়োজকরা জানান আমাদের প্রবাস জীবনে এই রথযাত্রা কেবল ধর্মীয় উৎসব নয় এটি আমাদের শিকড়ের সঙ্গে এক আন্তরিক সংযোগের জায়গা। আয়োজকরা আরো বলেন আমরা কৃতজ্ঞ যারা এই আয়োজনে সময়, শ্রম ও উপস্থিতি দিয়ে সহযোগিতা করেছেন বিশেষ করে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ এই আয়োজনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করেছে। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সার্বিক সহায়তায় পুরো আয়োজন ছিল অত্যন্ত সুষ্ঠু ও সফল। এভাবে ধর্মীয় ভক্তি, সামাজিক সংযোগ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মিলনে এবারের হ্যামট্রামিকের রথযাত্রা হয়ে উঠেছিল প্রবাস জীবনের এক অনন্য উৎসব।


