এসপায়ার পার্টি টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ১২:৪৪:৫৯ অপরাহ্ন
লন্ডন অফিস: বৃটেনে নিবন্ধিত রাজনৈতিক দল এসপায়ার পার্টি, টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা পূর্ব লণ্ডনের পপলার এলাকার একটি কমিউনিটি সেন্টারে গত ২৬ জুন বুধবার অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিসেস শেনালী মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার ও স্পীকার কাউন্সিলার সুলুক আহমদ।
সভায় সাংগঠনিক কাজের রিপোর্ট প্রদান করেন সাধারণ সম্পাদক মিসেস শেনালী মিয়া ও আর্থিক রিপোর্ট প্রদান করেন সৈয়দ হাসান আব্দুল্লাহ তারেক।
আলোচনায় অংশ নেন, কাউন্সিলার আব্দুল মান্নান নজরুল, একাউন্টেন্ট নাসির উদ্দিন, কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী, কাউন্সিলার সাঈদ আহমদ, কাউন্সিলার সাবিনা আক্তার, হাজী মোহাম্মদ হাবিব, কাউন্সিলার বদরুল চৌধুরী, কাউন্সিলার ইকবাল হোসেন, কাউন্সিলার বেলাল উদ্দিন, শফিকুর রহমান, কাউন্সিলার ব্যারিষ্টার মোস্তাক আহমদ, ব্যারিষ্টার নুরুল গাফফার, কাউন্সিলার আহমেদুল কবির, কাউন্সিলার কবির আহমদ, কাউন্সিলার হারুন মিয়া, কাউন্সিলার আমিন রহমান, সৈয়দ সফর আলী প্রমুখ।
সভায় সাংগঠনিক ও আর্থিক রিপোর্ট অনুমোদন করা হয়েছে। সভায় আলোচকরা গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা ও ইরানে হামলার নিন্দা জানান।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুৎফুর রহমান বলেন, এসপায়ার পার্টি বিগত তিন বছরে নির্বাচনের আগে ঘোষিত মেনুফেস্টের শতকরা ৯০ ভাগ টার্গেট বাস্তবায়ন করেছে। হাউজিং সমস্যার সমাধানে ৫ হাজার বাড়ি ডেলিভারি দেওয়া হবে। অবিলম্বে বাংলা স্কুল চালু হবে। নির্বাচনী ওয়াদার বাইরেও অনেক কাজ করা হচ্ছে।
তিনি মানুষের কল্যাণে ও বারার উন্নয়নে সকল কাউন্সিলার, ভলান্টিয়ার ও সদস্যরা একযোগে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে কে এম আবুতাহের চৌধুরী বলেন, এসপায়ার পার্টি দিন দিন শক্তিশালী হচ্ছে। ইতোমধ্যেই এসপায়ার পার্টির নেতৃত্বাধীন কাউন্সিল জনকল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। যা কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রশংসিত হয়েছে। ফ্রি সুইমিং, ফ্রি স্কুল মিল, ফ্রি হোম কেয়ার সার্ভিস, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের জন্য মেয়রের বিশেষ গ্রান্ট, ৫ টি রেসিডেন্ট হাব, নতুন ইয়ুথ সেন্টার চালু, নতুন বাড়ি ঘর নির্মাণ, ড্রাগ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা, স্থানীয় পার্কের উন্নয়ন, আইন শৃঙ্খলার উন্নয়নে এনফোর্সমেন্ট অফিসার ও অতিরিক্ত পুলিশ নিয়োগ জনমনে আশার সঞ্চার করেছে।
তিনি আগামী বছর কাউন্সিল নির্বাচনে এসপায়ার পার্টির বিজয়ের জন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।



