শেখ হাসিনা পরিবারের নামে থাকা ৯৭৭ স্থাপনার অধিকাংশের নাম বদল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৮:৪৮:৪২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে থাকা অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম ব্যাপকভাবে পরিবর্তন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, ইতোমধ্যে অধিকাংশ নাম পরিবর্তন শেষ হয়েছে এবং বাকি অংশের কাজও চলমান।
বৃহস্পতিবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত সরকারের ১৬ বছরে দেশের ৯৭৭টি স্থাপনা ও প্রতিষ্ঠান শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের বিভিন্ন রাজনীতিবিদের নামে নামকরণ করা হয়েছিল। এর মধ্যে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও গবেষণা কেন্দ্রও রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘ইতোমধ্যে এসব প্রতিষ্ঠানগুলোর অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’’
এরই মধ্যে চট্টগ্রামের ‘বঙ্গবন্ধু টানেল’-এর নাম পরিবর্তন করে ‘কর্ণফুলী টানেল’ করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে চলা প্রগতিশীল আন্দোলনের ফল হিসেবে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার প্রক্রিয়া শুরু করে। তারই অংশ হিসেবে এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়।




