বি-২ বাংকার বাস্টার বিমানের দাম কত, কি কি করতে পারে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ৭:২৭:২৯ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এ হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নতুন মোড় নিয়েছে। খবর আল-জাজিরার
যুক্তরাষ্ট্রের এই দূর-পাল্লার বোমারু বিমানটি প্রায় ১০ হাজার পাউন্ডের পারমাণবিক বোমা বহনে সক্ষম। বিমানটি বিশ্বের উন্নত প্রযুক্তির এয়ার ডিফেন্সকেও ফাঁকি দিতে সক্ষম। এর দাম ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
মার্কিন যুক্তরাষ্ট্র বিমানটি এমনভাবে তৈরি করেছে যে, এটি দিয়ে অধিক শক্তিশালী বাঙ্কার বাস্টার বোমা ফেলা সম্ভব। এছাড়াও বিমানটির ৩০ হাজার পাউন্ডের জিবিইউ-৫৭ বোমা পরিবহনে সক্ষমতা রয়েছে।
বি-২ বোমারু বিমানটিকে ইরানের ফরদো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর জন্য অধিক কার্যকরী বলে বর্ণনা করা হয়েছে। এই বিমান ব্যবহার করে গতকাল রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বি-২ বোমারু বিমানটি মিসৌরি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে টানা ৩৭ ঘণ্টা উড়ে ইরানে হামলা চালায়। এ সময়ের মধ্যে বিমানটি মাঝ আকাশে একাধিকবার জ্বালানি গ্রহণ করে।




