ইরান ও ইসরায়েল সংঘাত: টানা সপ্তম দিনের পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষতি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ২:৩৯:১৩ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে ইরান ও ইসরায়েলের টানা সপ্তম দিনের পাল্টাপাল্টি হামলায়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স ও তাসনিম জানায়, বুধবার মধ্যরাতে ইরান নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থাপনার দিকে নিক্ষেপ করেছে। হামলার লক্ষ্য ছিল বেসামরিক ও সামরিক স্থাপনা—যার মধ্যে ছিল হাসপাতাল, আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের রাজধানী তেল আবিব ও পবিত্র শহর জেরুজালেমে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র বিরশেবা শহরের সোরোকা মেডিকেল সেন্টারে আঘাত হানে। এতে হাসপাতালের জরুরি বিভাগের একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আহত হন। এছাড়া দেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের রামাত গান এলাকায় ক্ষতিগ্রস্ত ভবনের ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। বোমার আঘাতে ভেঙে পড়েছে বাড়ির দেয়াল, ছাদ ও জানালার কাঁচ। আবাসিক এলাকা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পরিবহন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল জাজিরার সর্বশেষ লাইভ আপডেট অনুযায়ী, ইরানের এই হামলায় অন্তত ৩০ জন ইসরায়েলি আহত হয়েছেন। তাদের অনেকেই বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা যে কোনও সময় আরও বড় পরিসরে যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।




