বিশ্বনাথে যুবদলের সাবেক-বর্তমান ছাত্রদল কর্মীদের ঈদ পুনর্মিলনী সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৫, ১০:৪৩:১৭ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলা যুবদলের উদ্যোগে ‘উপজেলা-বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক-বর্তমান ছাত্রদল কর্মীদের’ ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পৌর শহরের পুরাণ বাজারস্থ একটি পার্টি সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শামছুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম শাহ এবং সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ খান সুমেদ।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শাহাজাহান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আতিকুর রহমান লিটন।
বক্তব্য রাখেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহজাহান আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বকুল, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মামুন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলার লামাকাজী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাফিজ ক্বারী কামাল উদ্দিন।
সভায় বক্তারা বলেন, দুঃসময়ে ছাড়া দলের হাল ছাড়েননি, এখন সময় এসেছে তাদেরকে মূল্যায়ন করার। তাই এখন থেকে নতুন করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যে কমিটিই গঠন করা হবে, সেগুলোর নেতৃত্বে যেনো ত্যাগীদেরকেই দায়িত্ব প্রদান করা হয়। আসন্ন নির্বাচনে সিলেট-২ আসনে তাহসিনা রুশদী লুনার বিজয় সুনিশ্চিত করার জন্য গ্রাম পর্যায় থেকে দক্ষ কর্মী সৃষ্টি করতে হবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এখন থেকে দলের প্রার্থীর বিজিয়ের লক্ষ্যে কাজ করে যেতে হবে। আর বিগত দিনের সুবিধাভোগীরা এখন বিএনপির ছায়াতলে আসার চেষ্ঠা করে যাচ্ছে, এদের থেকেও দলকে বাঁচাতে হবে।
সভায় বক্তারা আরোও বলেন, সংস্কার-সংস্কার নামক খেলায় ব্যস্থ থাকা ইউনুস সরকারকে দ্রুত সময়ের মধ্যে সিলেটের কোটি মানুষের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান সুনিশ্চিত করতে হবে। আর দেশে একটি অবাদ-সুষ্ঠ নির্বাচন আয়োজন করার। সেই নির্বাচনে বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন। সেই সরকারের প্রধানমন্ত্রী হবে তারুণ্যের অহংকার তারেক রহমান। যার দক্ষ ও সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও শান্তির বাংলাদেশ বিনির্মিত হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রব সরকার, উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক মিয়া, রামাপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার আফিজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান বাবুল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম উদ্দিন, যুবদল নেতা মতিউর রহমান, ফয়জুল ইসলাম, আব্দুর রকিব, নূরুল হক, মঞ্জু বিশ্বাস, রুজু মিয়া, আলম মিয়া, রুপু মিয়া, আলম মিয়া, রাজন মিয়া, সমসের তালুকদার, ছাত্রদল নেতা মামুন আহমদ সায়েম, নূর উদ্দিন সামি, জাফরান আহমদ, আল-আমিন, খালেদ আহমদ, নোমান আহমদ, হাসান আহমদ, ফাহিম আহমদ, মহসিন আহমদ, আব্দুল হক, কামাল আহমদ, আসকর মিয়া, সোহেল আহমদ, ছাব্বির আহমদ, আলী আহমদ, আবু তাহের মিসবাহ, এসপি সেবু, আব্দুর রকিব, আকরাম হোসেন, আলী আহমদ প্রমুখ’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।




