জীবননগর পাইলট হাইস্কুল এস এস সি ৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ১১:৪৮:২০ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: গত বুধবার (১০ই জুন) চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি ১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি জীবননগর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়।
প্রায় তিন দশক পর এস এস সি ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ভাবে শেষ হয়, এই সময় ৯৫ এর বন্ধুরা একত্রিত হয়ে হয়ে স্কুলে অধ্যয়ন সময়ের পুরাতন দিনের নানা স্মৃতি স্মৃতিচারণ করতে থাকে এবং বন্ধুরা একে অপরকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে।
উক্ত ৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন BGMEA এর নবনির্বাচিত প্রেসিডেন্ট মাহমুদ হাসান খাঁন (বাবু) এছাড়া অনুষ্ঠানে স্মৃতিচারণ মুলক বক্তব্যে রাখেন ৯৫ ব্যাচের শিক্ষার্থীরা সেই সাথে কবিতা আবৃত্তি নৃত্য সহ ছিলো নানা আয়োজন। মধ্যাহ্নভোজের পর বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় মৌসুমী বালা, জুয়েল ও রাকিব গানে গানে অনুষ্ঠানে উপস্থিত ৯৫ এর শিক্ষার্থী এবং আগতো দর্শকদের কিছু সময়ের জন্য মাতিয়ে রাখেন শিল্পীরা।
উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ৯৫ ব্যাচের শিক্ষার্থী যারা অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন এছাড়া সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো: আরিফুর রহমান, মো: ফয়সাল খবির, মো: মতিউর রহমান, মো: আশরাফ, মো: বাদশা মিয়া, আব্দুল আলেক, মো: মুরাদ হোসেন, মো: ফরহাদ হোসেন, মো: জাহিদুল ইসলাম, মো: কাজী খালিদ, মীর মাহফুজ, মো: একরাম লাবু, মো: খলিলুর রহমান, মো: জামানুর রহমান, মো: খোকন,
মো: আলমগীর, মো: হজরত কমিশনার, মো: মনির, মো: সোহেল রানা, এ্যাডভোকেট মুকিম, মো: আতিকুর রহমান, মো: রাজা মালিতা, মো: মোকলেসুর রহমান, মো: জাহাঙ্গীর, মো: হাবিব, মো: কামাল, মো: শামীম, মো: রফিকুল, মো: ইব্রাহিম, মো: ফারুক হোসেন, মো: মহিবুল ইসলাম, মো: বশির উদ্দিন, মো: আল মামুন, রাজু আহমেদ, নূর মোহাম্মদ, রবগুল হোসেন, কামরুল হাসান মুকুল, মো: আলফাজ, মিজানুর রহমান সহ আরো অনেকে।
এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কলে সংযুক্ত থেকে ৯৫ বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অনুপম নিউজ এবং আরটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল। উপস্থিত ৯৫ এর বন্ধুদের এবারের ঈদ পুনর্মিলনটি নানা স্মৃতির সাক্ষী রেখে সমাপ্তি ঘটে। উক্ত অনুষ্ঠানে সিদ্ধান্ত হয় আগামী বছর বিশাল এবং বড় পরিসরে এস এস সি ৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হবে।


