লন্ডনে ইউকেবিসিআই-র সাথেএফবিসিসিআই-র সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ১১:৫৫:০৩ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং বাংলাদেশে বিনিয়োগ করার জন্যে, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সম্প্রতি ব্রিটেন সফররত বাণিজ্য প্রতিনিধি দলের সাথে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স এন্ড ইন্ডাস্টীসের এক সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে ১১ জুন পূর্ব লন্ডনে ইউকেবিসিআই-র হেড অফিসে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, রহিম মিয়া, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাফেয়ার্স ডাইরেক্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউকেবিসিসিআই-র প্রেসিডেন্ট এম জি মাওলা মিয়া এমবিই।
এতে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মুকাদ্দুস, মিডল্যান্ডস রিজিওনাল প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমেদ, হেড অব ইস্ট অব ইংল্যান্ড রিজিয়ন, সিদ্দিকুর রহমান জয়নাল, ভাইস প্রেসিডেন্ট পাভেল চৌধুরী, ফাইনেন্স ডাইরেকটর কামরু আলি, হারুন মিয়া, ব্যারিস্টার আনোয়ার মিয়া, আব্দুল কাইয়ুম খালিক জামাল, ডং জস উদ্দিন, অলি খান এমবিই, ফারজানা হোসাইন নীলা, সাইফুল আলম।
আরও উপস্থিত ছিলেন ইউকেবিসিসিআই মেম্বারগণ।এফবিসিসিআই এর পক্ষে উপস্থিত ছিলেন, দলনেতা মোহাম্মদ মাহবুব হাফিজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সায়েদা আক্তার, শামীম সায়েদি, মোহাম্মদ মনিরুজ্জামান, তানভীর মোহাম্মদ দীপু, রাহাত মিতু, মোহাম্মদ নূরে আলম, মোহাম্মদ রাহুল হাজারী, মোহাম্মদ জাকির হোসাইন, মোহাম্মদ সোলায়মান ।
বক্তারা বলেন বৃটেনের এবং বাংলাদেশের মধ্যে বিনিয়োগ করার জন্য ব্যাবসায়ীদের মাঝে আরো গভীর সর্ম্পক গড়ে তুলতে হবে, তাদের আরো উৎসাহ দিয়ে বাংলাদেশে বিনিয়োগ বান্দব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। বর্তমানে বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়ে আসছে।



