পাঁচবার বাংকারে আশ্রয় নেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ১২:০৪:১৯ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে একটি ‘কঠিন রাত’ পার করেছেন বলে জানিয়েছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমাকে পাঁচবার আশ্রয়কেন্দ্রে (বাংকারে) যেতে হয়েছে।”
হাকাবি আরও বলেন, “এখন এখানে শাবাথ (সপ্তাহের সপ্তম দিন)। আমাদের শান্ত থাকা উচিত। সম্ভবত আর কোনো হামলা হবে না। তবে পুরো জাতিকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
সম্প্রতি একাধিক বক্তব্যে ইসরাইলের প্রতি তার দৃঢ় সমর্থন ব্যক্ত করেন হাকাবি। তিনি বলেন, “পশ্চিম তীর বলে কিছুই নেই।” একই সঙ্গে তিনি জানান, মার্কিন অনুমোদন বা সমন্বয় ছাড়া ইরানের বিরুদ্ধে ইসরাইলের একক হামলা চালানো প্রায় অসম্ভব।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট-কে দেওয়া এক সাক্ষাৎকারে হাকাবি বলেন, “আমি মনে করি না, সম্পর্ক ও আস্থার সংকটের কারণে এমন কোনো হামলা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে একটি দৃঢ় বিশ্বাস রয়েছে, আমি এই শব্দটির ওপরই জোর দেব—বিশ্বাস।”
তিনি আরও বলেন, “আমরা অনেক বন্ধু ও মিত্র পেয়েছি, তবে আমাদের প্রকৃত অংশীদার শুধু ইসরাইল। এর মানে এই নয়, অন্যদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ। তবে ইসরাইলই একমাত্র দেশ যার সঙ্গে আমরা গোয়েন্দা তথ্য, সামরিক সরঞ্জাম, কৌশল এবং অভিন্ন লক্ষ্য শেয়ার করি। কারণ, আমরা একটি ইহুদি-খ্রিস্টান সভ্যতার সাধারণ ভিত্তি ভাগ করে নিই।”
উল্লেখ্য, প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ চালায় ইরান। মিসাইল হামলার মুখে নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীদের সঙ্গে নিয়ে রাজধানী তেল আবিবের একটি বাংকারে আশ্রয় নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।




