১৪টি ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী ভারত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৫, ১:১৬:২৫ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: বেশ কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হয়ে আছে ভারত। দেশীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের বিমান চলাচলের সঙ্গেই যুক্ত এই ঘটনাগুলো কখনো আকাশে সংঘর্ষ, কখনো রানওয়ে থেকে ছিটকে পড়া বা কখনো নাশকতার কারণে ঘটেছে।
নিচে ভারতের ইতিহাসে ঘটে যাওয়া কয়েকটি বড় বিমান দুর্ঘটনার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো:
সুইজারল্যান্ড মন্ট ব্ল্যাঙ্ক দুর্ঘটনা (১৯৬৬): ১৯৬৬ সালের জানুয়ারি মাসে এয়ার ইন্ডিয়ার ‘কাঞ্চনজঙ্ঘা’ নামের বোয়িং ৭০৭ বিমানটি যাত্রাপথে সুইজারল্যান্ডের মন্ট ব্ল্যাঙ্ক পর্বতে আছড়ে পড়ে। মৃত্যু হয় বিমানে থাকা ১১৭ জন যাত্রী ও ক্রু সদস্যের।
ইন্ডিয়ান এয়ারলাইনস ফ্লাইট ১৭১ দুর্ঘটনা (১৯৭৬): ১৯৭৬ সালের ১২ অক্টোবর ইন্ডিয়ান এয়ারলাইনস ফ্লাইট ১৭১-এর দুর্ঘটনা ঘটে। মুম্বাই থেকে মাদ্রাজগামী এই ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভয়ংকর যান্ত্রিক ত্রুটির শিকার হয়ে আরব সাগরে পতিত হয়। এতে বিমানে থাকা ৯৫ জন যাত্রী ও ক্রু সদস্য মারা যান।
আরব সাগর দুর্ঘটনা (১৯৭৮): ১৯৭৮ সালের ১ জানুয়ারি মুম্বাই থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি বোয়িং ৭৪৭ বিমান আরব সাগরে বিধ্বস্ত হয়। ইন্সট্র–মেন্ট ত্রুটি ও পাইলট বিভ্রান্তির কারণে ২১৩ জনের সবাই মারা যান।
এয়ার ইন্ডিয়া ফ্লাইট ৪০৩ দুর্ঘটনা (১৯৮২) : ২১ জুন, ১৯৮২ সালে মুম্বাইয়ে অবতরণের সময় এয়ার ইন্ডিয়া ফ্লাইট ৪০৩ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বিধ্বস্ত হয়। বিমানে ১১১ জন থাকলেও ১৭ জন নিহত হন।
কানিষ্কা বোমা বিস্ফোরণ (১৯৮৫): ১৯৮৫ সালের ২৩ জুন এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৮২ কানাডা থেকে ভারতে আসার পথে আয়ারল্যান্ড উপকূলে মাঝ আকাশে বিস্ফোরিত হয়। এতে বিমানে থাকা ৩২৯ জনের সবাই মারা যান।
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা (১৯৮৮): ১৯৮৮ সালের ১৯ অক্টোবর ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট আইসি-১১৩ আহমেদাবাদে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে ১৩০ জন মারা যান।
বেঙ্গালুরু দুর্ঘটনা (১৯৯০): ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট ৬০৫ বেঙ্গালুরুর রানওয়ে অতিক্রম করে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ১৪৬ জনের মধ্যে ৯২ জন প্রাণ হারান।
আওরঙ্গাবাদ বিমান দুর্ঘটনা (১৯৯৩): ১৯৯৩ সালের ২৬ এপ্রিল আওরঙ্গাবাদ বিমানবন্দরে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লইট ৪৯১ উড্ডয়নের সময় ভুল করে রানওয়েতে চলে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। যার ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
চরখি দাদরি মাঝ আকাশে সংঘর্ষ (১৯৯৬): ১৯৯৬ সালের ১২ নভেম্বর হরিয়ানার চরখি দাদরি শহরের আকাশে সৌদি এয়ারলাইন্সের বোয়িং ৭৪৭ এবং কাজাখস্তান এয়ারলাইন্সের ইলিউশিন-৭৬ বিমানের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে দুটি বিমানে থাকা মোট ৩৪৯ জনের সবাই মারা যান।
পাটনা বিমান দুর্ঘটনা (১৯৯৮): ১৯৯৮ সালের ১৭ জুলাই অ্যালায়েন্স এয়ার ফ্লাইট ৭৪১২ পাটনার কাছাকাছি একটি জনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়। এতে ৫৫ জন যাত্রী এবং মাটিতে থাকা ৫ জন মারা যান।
কলকাতা-দিল্লি ফ্লাইট দুর্ঘটনা (২০০০): ২০০০ সালের ১৭ জুলাই, কলকাতা থেকে দিল্লিগামী এলায়েন্স এয়ারের ফ্লাইট ৭৪১২ পাটনা বিমানবন্দরে অবতরণের ঠিক আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় পড়ে। এতে বিমানের ৬০ জন আরোহীর প্রাণহানি ঘটে।
ম্যাঙ্গালুরু বিমান দুর্ঘটনা (২০১০) : ২০১০ সালের ২২ মে দুবাই থেকে ম্যাঙ্গালুরুগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট ৮১২ যাত্রাপথে একটি খাদে পড়ে যায়। ফলে ১৬৬ জনের মধ্যে ১৫৮ জন নিহত হন।
কোজিকোড দুর্ঘটনা (২০২০) : ২০২০ সালের ৭ আগস্ট দুবাই থেকে ফেরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট আইএক্স-১৩৪৪ কোজিকোড বিমানবন্দরে অবতরণের সময় বৃষ্টির কারণে রানওয়ে ছাড়িয়ে ৩০ ফুট নিচে পড়ে যায়। বিমানে থাকা ১৯০ জনের মধ্যে ২১ জন নিহত এবং শতাধিক আহত হন।
আহমেদাবাদ-লন্ডন এয়ার ইন্ডিয়া ফ্লাইট দুর্ঘটনা (২০২৫) : ২০২৫ সালের ১২ জুন, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ১৭১, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আহমেদাবাদ থেকে লন্ডনগামী পথে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মর্মান্তিকভাবে বিধ্বস্ত হয়।




