প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বৃটেন সফরে স্বাগত জানাতে বৃটিশ বাংলাদেশী কমিউনিটির প্রস্তুতি সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৫, ১২:১০:৫১ অপরাহ্ন
লন্ডন অফিস: বৃটিশ বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের এক জরুরি গত ৮ জুন সোমবার সভা পূর্ব লণ্ডনের গ্রেটারক্স স্ট্রিটের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ হকের সভাপতিত্বে ও কমিউনিটি নেতা আইউব করম আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্যে সরকারি সফরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, কে এম আবুতাহের চৌধুরী, আলহাজ্ব রফিক উল্লাহ, ব্যারিষ্টার নাজির আহমদ, সাবেক সিভিক মেয়র সলিসিটর শফিকুল হক, সাবেক সিভিক মেয়র আব্দুল আসাদ, ব্যারিষ্টার আব্দুস শহীদ, কাউন্সিলার ওসমান গনি, ব্যারিষ্টার এনামুল হক, একাউন্টেন্ট নুরুল আলম, ব্যারিষ্টার জুনায়েদ আহমদ, সাবেক এমপি পদপ্রার্থী আবজল মিয়া, আব্দুস শুকুর খালিসাদার, মোহাম্মদ আব্দুর রব, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সৈয়দ মোশতাক আহমদ, সৈয়দ জিল্লুল হক, শায়েখ ওয়াহিদ সিরাজী, ডাঃ গিয়াস উদ্দিন আহমদ, সাবেক কাউন্সিলার জয়নাল চৌধুরী, মুফতি শাহ ছদর উদ্দিন, মাওলানা সৈয়দ তামিম আহমদ, সাংবাদিক সাঈদ চৌধুরী, শাহ মালিক মর্তুজা, মিসেস নাহিদ নাজিয়া, ডাঃ শাহীন আক্তার, আনসার মিয়া, হাজী ফারুক মিয়া, আনোয়ার হোসেন শাওন, সাংবাদিক আমিনুর চৌধুরী, কবি আবুল হোসেন, রিয়াজ উদ্দিন, আজম আলী প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশের সরকার প্রধান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘কিং চার্লস হারমনি এওয়ার্ড’ প্রদান করার সিদ্ধান্তে বৃটেনের রাজা চার্লসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান।
সভায় আগামী ১০ জুন বিকাল ৫ টায় ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সম্মান জানিয়ে আলতাব আলী পার্কে আহুত সমাবেশের প্রতি একাত্মতা প্রকাশ করা হয় এবং এই সমাবেশে সবাইকে যোগদানের আহ্বান জানানো হয়।
সভায় প্রফেসার ড. মুহাম্মদ ইউনূসকে একটি নাগরিক সম্বর্ধনা প্রদান, প্রবাসী বাংলাদেশীদের দাবী দাওয়া নিয়ে স্মারকলিপি পেশ ও বিমান বন্দরে স্বাগত জানানোর প্রস্তাব করা হয়।
সভায় ড. মুহাম্মদ ইউনূসকে সহযোগিতা ও সমর্থন করার জন্য ‘ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি কোয়ালিশন ‘ নামে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।



