ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা, ঈদ মুবারক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৫, ১:২২:৫৯ অপরাহ্ন
ঈদুল আজহা উদযাপন চলছে দেশে দেশে । মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কিছু দেশে ত্যাগের মহিমায় ভাস্বর এ ঈদ উদযাপন শুরু হয়েছে ৬ জুন। এ দিন বাংলাদেশেরও কিছু জেলায় ঈদ পালন হচ্ছে। বাকি দেশগুলোতে হবে ৭ জুন।
আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, আনুগত্য ও ত্যাগের মহিমাকে স্মরণ করিতেই এই উৎসব। পশু কোরবানি প্রতীকী ব্যাপার মাত্র। এর মাধ্যমে আল্লাহ আমাদের অন্তর পরীক্ষা করে থাকেন।
হযরত ইব্রাহিম আ: এর আল্লাহপ্রেমের সর্বাত্মক নিবেদন ছিল এ কোরবানি সংস্কৃতির উৎস। সেই থেকে এ ত্যাগের উৎসবের দিনটি মুসলিম বিশ্বে আসে। এই ঈদ এ বার্তা নিয়ে আসে যে পরম করুণাময়ের ভালবাসা একমাত্র সর্বোত্তম অবলম্বন। তিনিই রব, তিনিই খালিক ও মালিক।
ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ভালবাসার জন্যে যে ত্যাগ স্বীকার করতে হয়, সেই শিক্ষাটি দিতে আসে এই ঈদ আমাদের মাঝে।
আমরা জানি ত্যাগের পরাকাষ্ঠা মানুষকে উজ্জীবিত করতে পারে। সেই উজ্জীবনের বার্তা নিয়ে ঈদ আমাদের মাঝে হাজির।
অনুপমনিউজটুয়েন্টিফোর-র পক্ষ থেকে সকল পাঠক-পাঠিকা, বিজ্ঞাপনদাতা, জেলা-উপজেলা, বিভিন্ন দেশের সংবাদদাতা ও দেশ বিদেশের সকল শুভানুধ্যায়ীকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।
সম্পাদক




