দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৫, ২:৫০:৩০ অপরাহ্ন
লন্ডন অফিস: আগামী ২৯শে জুন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের ২০বৎসর পুর্তি ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে গত ৩ জুন মঙ্গলবার লূঠনের একটি রেস্টুরেন্টে শাহজাহান শিকদার এর সভাপতিত্বে ও এম এ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তোয়াহিদুর রহমান টিপু।
উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ, উপদেষ্টা সদস্য ও সাবেক নির্বাচন কমিশনার মকসুদ রহমান, সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, সাবেক সভাপতি হোসেন আহমদ।
সহ সভাপতি মুস্তফা মিয়া, আব্দুর রশিদ বাবুল, কাজী বাবর উদ্দিন আহমদ, এমদাদুল হক পাভেল, বদরুল হক শাহীন, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ ইলিয়াছ আলী, সহ সাধারণ সম্পাদক সেবুল ইসলাম, আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক সালেহ আহমদ, আন্তর্জাতিক সম্পাদক খলিল খান, ক্রীড়া সম্পাদক শিবলী আহমদ, ত্রাণ বিষয়ক সম্পাদক ডা: হেলাল আহমদ, সহ প্রচার সম্পাদক শিপন শিকদার ফাত্তাউর, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আজাদ।
উক্ত সভায় ২০ বৎসর পূতি উদযাপন সফল করতে এবং কমিউনিটির নেতৃবৃন্দকে দাওয়াত করতে সর্ব জনাব কামাল আহমদ, সেলিম আহমদ হোসেন আহমদ, মকসুদ রহমান এবং জনাব আবু জাহিদকে অনুরোধ করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়।
এবং আরও ২টি গুরুত্বপূর্ণ উপ কমিটি গঠন করা হয়। যা হলো নিম্নরূপ :
অভ্যর্থনা কমিটি- আহবায়ক: সেবুল ইসলাম যুগ্ন আহবায়ক: জাহাঙ্গীর হোসেন, শিবলী আহমদ। সদস্য : এমদাদুল হক পাভেল, বদরুল হক শাহীন, আলীম উদ্দিন ফয়সল , ইলিয়াছ আলী, এমরান আজাদ।
আপ্যায়ন কমিটি – আহবায়ক : কাজী বাবর উদ্দিন আহমদ, যুগ্ন আহবায়ক: মোস্তফা মিয়া, আব্দুর রশিদ বাবুল। সদস্য: আবুল মতিন, হোসেইন আহমদ, ফখরুল ইসলাম, ডালিম আহমদ, নিজাম উদ্দিন, শিপন শিকদার ফাত্তাউর, সালেহ আহমদ, ডা: হেলাল আহমদ।
পরবর্তি সভার তারিখ আগামী ২৩শে জুন সোমবার লন্ডনে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



