আগামি তিন দিন সিলেটসহ তিন বিভাগে অতি ভারি বৃষ্টির আভাস
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৫, ৯:১৭:৫০ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটসহ দেশের তিন বিভাগের জন্য আবহাওয়া অধিদপ্তর আগামী ৭২ ঘন্টার জন্য সতর্কতা জারি করেছে। এসময়টাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে তারা।
রোববার (১৮ মে) তারা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে।
সতর্কতায় বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা এর বেশি) বর্ষণ হতে পারে।সিলেট ভ্রমণ প্যাকেজ
এদিকে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এ সময়ে সিলেটসহ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।




