ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫, ৬:২০:৩৩ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ORWA UK (ওরওয়া ইউকে), বুধবার লন্ডনের এল্ম পার্কের জনপ্রিয় থাই অর্কিড থাই বাংলা রেষ্টুরেন্টে এক স্মরণীয় মিলনমেলা সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ওরওয়া ইউকের উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা. সুপ্রিয় রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল এবং বাংলা বিভাগের সম্মানিত শিক্ষক মিসেস ফেরদৌস আরা। তাঁর উপস্থিতি সবাইকে আবেগাপ্লুত করে।
অনুষ্ঠানে ওরওয়া ইউকের সভাপতি রাসেল মাহমুদ রুশো এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুমন ইসলাম তাঁদের বক্তব্যে কলেজ জীবনের স্মৃতিচারণ করেন এবং প্রাক্তনদের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার শরীফ হায়দার, ব্যারিস্টার বি.এম. আসাদুজ্জামান শামীম, আল জাভেদ শিমু এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থী।
অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সেখানে মেহমানদের সম্মানে পরিবেশিত হয় থাই অর্কিড রেস্টুরেন্টের ঐতিহ্যবাহী থাই ও দেশীয় বাংলা খাবার। এই আয়োজন প্রবাসে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের শিক্ষাগত ও সাংস্কৃতিক বন্ধনকেও আরও সুসংহত করে তোলে।


