বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে-র মতবিনিময় অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫, ২:১৮:০৫ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে-র উদ্যোগে মঙ্গলবার লন্ডনের একটি অভিজাত রেষ্টুরেন্টে যুক্তরাজ্য প্রবাসীদের দাবী দাওয়া নিয়ে লন্ডনে অবস্থানরত সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন আবদুল মুকিত। পরিচালনায় ছিলেন আশরাফ গাজী। বক্তব্য রাখেন সেলিম হোসেন, আব্দুর রহিম বেগ, শহীদুজ্জামান, আবু বকর ফয়েজী সুমন, কদর উদ্দিন, ফয়সল আহমদ, ইসলাম উদ্দিন, তৌকীর শাহ, শেখ ইস্তাহাব উদ্দিন, লায়েক মিয়া সহ আরও অনেকে। এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দারা মিয়া।
সংগঠনের দাবিগুলো হল—
১। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর।
২। সিলেট থেকে অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু।
৩। বাংলাদেশ হাই কমিশন কর্তৃক নতুন ধার্যকৃত নো-ভিসা ফি বাতিল এবং পাসপোর্টের ফি কমানো।
৪। লন্ডন সিলেট রুটে বিমানের ভাড়া কমানো।
৫। প্রবাসীদের এন,আই,ডি কার্ড প্রদান ও ভোটের অধিকার প্রতিষ্ঠা।
৬। প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা।
৭। বিমানবন্দরে যাত্রী হয়রানী বন্ধ করা।


