লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় হিফজ শাখার হিফজ সমাপনী সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৫, ৩:২৫:০২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় হিফজ শাখার ছাত্রদের হিফজ সমাপনী ও ছবক প্রদান উপলক্ষে গত ১৪মে( বুধবার ) মাদ্রাসার কনফারেন্স হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালারগাঁও জামে মসজিদের মোতাওয়াল্লী ফারুক আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হিফজ বিভাগের ছাত্র মোঃ তাহমিদ হাসান এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করেন ছাত্র আবদুল আউয়াল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রধান হাফিজ মোঃ আব্দুস শহীদ সাহেব। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মানবজাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র তাঁর ইবাদতের জন্য। ইবাদত পালনের সঠিক পথ হচ্ছে কুরআন ও সুন্নাহর অনুসরণ। কুরআন পড়া, অনুধাবন এবং সে অনুযায়ী জীবন গঠন করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালবাগাঁও হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসার সুপার মোঃ ফারুক আহমদ, লালারগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব আমিনুল ইসলাম আমিন, সহ-সুপার সাইফুদ্দিন সাদী, ম্যানেজিং কমিটির সদস্য তাজ উদ্দিন আহমদ, এবং লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসা, পাঠানটুলার পরিচালক মাওলানা নজির আহমদ হেলাল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিফজ বিভাগের শিক্ষক হাফিজ আল মামুন সাহেব ও হাফিজ লোকমান আহমদ সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সবশেষে হাফিজ মোঃ আব্দুস শহীদ সাহেবের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




