শরীয়তপুরে বালু উত্তোলন বন্ধের দাবিতে লন্ডনে মানববন্ধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫, ৪:০৫:৩৪ অপরাহ্ন
লন্ডন অফিস: : শরীয়তপুর ও নড়িয়া উপজেলা পদ্মা নদীর তীরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে যুক্তরাজ্য বসবাসরত শরিয়তপুরের রেমিটেন্স যোদ্ধাদারা পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ১১ মে রবিবার এক মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে নদী খনন করে অবৈধভাবে বালু উত্তোলন করছে কিছুক্ষু চক্রের মহল। যার ফলে নদীর ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করছে।
বক্তারা শরীয়তপুর ও নড়িয়া এলাকাকে নদী ভাঙ্গনের হাত থেকে বাঁচানোর জন্য অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং বেড়ি বাঁধ রক্ষা করার জন্য সরকারের নিকট আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন ইকবাল আহমেদ, পল্টন শেখ, অপু মাল, কান্চন ছৈয়াল, মোহাম্মদ চান্নু, এরফান ছৈয়াল, বাবুল মোড়ল, রমিজউদ্দিন বেপারী, হাকিম সিকদার সহ অনেকেই।