লন্ডন বাংলা প্রেসক্লাবের বার্ষিক ইনডোর গেমস অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৯:১৭:২২ অপরাহ্ন
মিছবাহ জামাল, লন্ডন: বিপুল উৎসাহে এক আনন্দঘন পরিবেশে লন্ডন বাংলা প্রেসক্লাবের বার্ষিক ইনডোর গেমস অনুষ্ঠিত হয়েছে ১১ মে রোববার প্রেস ক্লাবের মিলনায়তনে।
এসময় লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইছির মাহমুদ, ইভেন্টস সেক্রেটারি রুপি আমিন সহ ক্লাবের অনেক সিনিয়র সাংবাদিকসহ অনেক সদস্য উপস্থিত ছিলেন।
এ আয়োজনে দাবা, লুডু, ক্যারম প্রতিযোগিতা ছিল খুবই উৎসবমুখর।
বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী এম শামসুদ্দিন, হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটালের ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান ও সিলেটের কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ মেম্বার সাংবাদিক মিছবাহ জামাল, ভাইস চেয়ারম্যান ও প্রেস ক্লাবের আজীবন সদস্য মানিক মিয়া ও জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খান, ইসি মেম্বার মতিউর রহমান খোকন সহ ক্লাবের অনেক সদস্য ও কমিউনিটির অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন—লন্ডনে ফ্রেন্ডস অব নাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের বার্ষিক সভা সম্পন্ন
ইনডোর গেমস প্রতিযোগিতা আগামি ২০২৬ সালের গেইমসে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ও টিভির পক্ষে মিছবাহ জামাল, এম শামসুদ্দিন, মানিক মিয়া, মনসুর আহমদ যৌথভাবে আগামি বছর ৫০০ পাউন্ড স্পনসর ঘোষণা করেছেন।




