লন্ডনে ফ্রেন্ডস অব নাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের বার্ষিক সভা সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৫, ১২:৫১:৩৮ অপরাহ্ন
লন্ডন অফিস: ফ্রেন্ডস অব নাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের আয়োজনে লন্ডনে বার্ষিক সভা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে ১১ মে রোববার বেলা ১টায়।
চ্যানেল এস কনফারেন্স রুমে চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি শিক্ষাবিদ মনসুর আহমদ খানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ভাইস চেয়ারম্যান মানিক মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ও সিলেটে সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ মেম্বার মিছবাহ জামাল। বিশেষ অতিথির বক্তব্যে ইটারনাশনাল রিলেশন সেক্রেটারি এস আই আজাদ আলি ইউকে কমিটির শুরু থেকে আজ পর্যন্ত যে অবদান রাখছেন তার প্রশংসা করেন।
এছাড়াও ইউকে কমিটির ফাউন্ডার মেম্বার ও চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল হাসপাতাল প্রকল্পের জন্য ইউকের বিভিন্ন শহরে একটি শক্তিশালি সাব কমিটির মাধ্যমে রোড শো ও ফান্ড রেইজিং করার প্রস্তাবকে এগিয়ে নিতে আন্তরিকভাবে সহযোগিতা করবেন বলে জানান।
সভায় আরো বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এম শামসুদ্দিন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাঃ আলাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব, আশিক চৌধুরী, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মুহিব উদ্দিন চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি ডাঃ সৈয়দ মাসুক আহমদ, রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমেদ, ইসি মেম্বার অহিদ উদ্দিন, এনামুল মুনিম শামিম লোদী, তৈমুছ আলি, এম আলাউদ্দিন, মতিউর রহমান খোকন, সৈয়দ রাজিউর রহমান খালেদ।
জাকাতের গুরুত্ব নিয়ে আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ইসলামিক চিন্তাবিদ চানেল এস উপস্থাপক শেখ মুস্তাফিজ রাহমানি।
এছাড়াও বাংলাদেশ থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ডাইরেক্টর কর্নেল শাহ আবিদুর রহমান হাসপাতালের বিভিন্ন প্রকল্পে প্রবাসীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং রোগীদের প্রয়োজনে হাসপাতালে দুটি মেশিন ক্রয়ের কথা উল্লেখ করে সকলকে এগিয়ে আসার আহ্বান করেন।
ইউকে কমিটির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস জলিলের সাথে মতবিনিময় করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।



