পাকিস্তানের অপারেশন ‘বুনিয়ান-উম-মারসুস’, ভারতের এস-৪০০ ধ্বংস! বিজেপির ওয়েবসাইট হ্যাক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৫, ১:৪৫:১১ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) অপারেশন ‘বুনিয়ান-উম-মারসুস’ নামের এই হামলায় ভারত শাসিত পাঞ্জাবের জালান্দার জেলার আদমপুরে অবস্থিত নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের দাবি করে তারা।
এইদিন সকালে হামলা শুরুর পর থেকে একের পর এক সাফল্যের দাবি করে যাচ্ছে ইসলামাবাদ। একই সঙ্গে সাইবার হামলা করে বিজেপির সব ওয়েবসাইট হ্যাক করারও দাবি তাদের।
এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারত কিনেছিল রাশিয়া থেকে। এর দাম প্রায় দেড় বিলিয়ন ডলার। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি বিবিসি। আর এ নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত।
এর আগে পাকিস্তান জানায়, তারা ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এর জেরে দুইটি বিমান ঘাঁটিও ধংস করেছে তারা।
বিজেপির ওয়েবসাইটসহ ভারতের একাধিক সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলা
পাকিস্তানের সাইবার হামলার শিকার হয়েছে ভারত। হ্যাক করা হয়েছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অফিসিয়াল ওয়েবসাইট। শনিবার (১০ মে) এমন দাবি করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ।
গণমাধ্যমটি বলছে, শুধু বিজেপি নয়, সাইবার হামলার শিকার হয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি, মহানগর টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডসহ একাধিক সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান।
পিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনী এবং মহারাষ্ট্র নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল সংস্থা থেকেও তথ্য ফাঁস হয়েছে। এছাড়াও দাবি, হ্যাক করা হয়েছে পঁচিশ শ’রও বেশি নজরদারি ক্যামেরা।
সমন্বিত এ সাইবার হামলার ফলে ভারতের জাতীয় বিদ্যুৎ গ্রিডের ৭০ শতাংশ অচল হওয়ার দাবি করেছে পাকিস্তান। তবে, এ দাবি অস্বীকার করেছে দিল্লি।




