পাকিস্তানের প্রতিশোধের শঙ্কা, সতর্ক ভারত, ১৮ বিমানবন্দর বন্ধ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৫, ১:৩৭:১৫ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: অপারেশন সিন্দুরের পর সতর্ক অবস্থানে রয়েছে ভারত। পাকিস্তানের তরফ থেকে আগাম প্রত্যাঘ্যাতের আশঙ্কায় দেশবাসীকে বাড়তি নিরাপত্তা দিতে উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কিছু বিমানবন্দর আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
শ্রীনগর, লেহ, জম্মু, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগড়, যোধপুর, জয়সলমীর, শিমলা, ধর্মশালা ও জামনগরসহ ১৮টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। দিল্লি বিমানবন্দর থেকে সর্বোচ্চ ৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি বাতিল হয়েছে দেশটির বেসরকারী বিমান পরিষেবা প্রতিষ্ঠান ইন্ডিগো’র ফ্লাইট। সংস্থাটির মুখপাত্র বলেছেন, সরকারের নির্দেশে আকাশসীমায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ জন্য, আগামী ১০ মে পর্যন্ত ১৬৫টি ইন্ডিগো ফ্লাইট বাতিল করা হয়েছে।
আরেক বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া-ও জম্মু, শ্রীনগর, লেহ এবং অমৃতসরে আগামী ১০ মে পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। একই অবস্থা স্পাইসজেট এবং আকাসা এয়ারসহ অন্যান্য সংস্থাগুলোর ক্ষেত্রেও।
ফ্লাইট বাতিল হলেও যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেয়া হতে পারে। এছাড়া, ফ্লাইটের সময় পুনর্নির্ধারণের সম্ভাবনার কথা-ও জানানো হয়েছে।
প্রসঙ্গত, বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে। কেবলমাত্র কাতার এয়ারওয়েজের ২৫টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট নতুন রুট ব্যবহার করেছে। পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান এয়ারলাইনস, ডাচ বিমান সংস্থা কেএলএম ও সিঙ্গাপুর এয়ারলাইনস-ও।
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেয়া হবে: শাহবাজ শরিফ
ভারতের বিমান হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে টেলিভিশনে প্রচারিত এই ভাষণে ভারতের হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ‘প্রতিশোধ’ নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
শাহবাজ শরিফ বলেন, ভারত পাকিস্তানে হামলা করে একটি বড় ভুল করেছে এবং এর জন্য তাদের অবশ্যই মূল্য দিতে হবে। ভারত ভেবেছিল পাকিস্তান পিছিয়ে যাবে, কিন্তু তারা ভুলে গেছে, এটি এমন একটি জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে।
গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক ছিল না দাবি করে প্রধানমন্ত্রী বলেন, মিথ্যা অভিযোগে তার দেশকে অভিযুক্ত করা হয়েছে। তিনি এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেও ভারত তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ করেন।
পাকিস্তানের বিমানবাহিনী তাদের আকাশসীমা রক্ষা করেছে উল্লেখ করে (ভারতীয় বিমান ভূপাতিত করার পাকিস্তানের দাবি, যা দিল্লি এখনও নিশ্চিত করেনি) শাহবাজ শরিফ বলেন, এটি আমাদের পক্ষ থেকে তাদের একটি জবাব।
ভারতের হামলায় নারী-শিশুসহ ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি সাত বছর বয়সী এক শিশু নিহত হওয়ার মর্মান্তিক ঘটনাও তুলে ধরেন। আবেগপূর্ণ কণ্ঠে তিনি বলেন, আপনারা হৃদয় দিয়ে অনুভব করুন, আমি প্রতিজ্ঞা করছি, এই ক্ষতিগ্রস্তদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেয়া হবে।
ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যায়িত করে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান গত রাতেই দেখিয়েছে তারা পাল্টা আঘাত হানতে সক্ষম। নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর এক ঘণ্টারও বেশি সময় ধরে ‘অবিরাম লড়াই’ চলেছে এবং পাকিস্তানি সেনারা সাহসিকতার সঙ্গে শত্রুদের মোকাবিলা করেছে।




