লন্ডনে ডেগেনহাম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে সাবেক মেয়র আরিফ চৌধুরী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৫, ১:১৩:১৭ অপরাহ্ন
লন্ডন অফিস: ডেগেনহাম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে সোমবার (৫ মে) সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মসজিদ কমিটির পক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেসময় আরিফুল হক চৌধুরী বলেন দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেকেই বাংলাদেশের একেকটি পতাকা হয়ে কাজ করেন। আরিফুল হক বলেন প্রবাসীরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কার্যক্রমে অগ্রণী পালন করে যাচ্ছেন। তাঁদের যথাযথ মূল্যায়ন, প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের কল্যাণমূলক সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক।
মসজিদ কমিটির চেয়ারম্যান ছানাওর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন খানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মসজিদ কমিটির পক্ষে ধর্ম বিষয়ক সেক্রেটারী শেখ ফারুক আহমেদ।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ও টিভির ফাউন্ডার এবং এলবি২৪ টিভির হেড অব নিউজ মিছবাহ জামাল ও বৃটিশ পার্লামেন্টের আগামি নির্বাচনে লিবডেম দলীয় সম্ভাব্য এমপি প্রার্থী বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ অহিদ উদ্দিন।
উপস্থিত ছিলেন মসজিদ কমিটির ভাইস চেয়ারম্যান সানওয়ার মিয়া শওকত, জয়েন্ট সেক্রেটারি শাহিন শিকদার,ট্রেজারার ময়না মিয়া, এডুকেশন সেক্রেটারি আব্দুর রহিম বেগ, জামিলুর রহমান, আব্দুল ওয়াদুদ, কামরান আহমেদ, আজিজু্র রহমান,আব্দুর রকিব চৌধুরী, আহমদ হোসেন, এছাড়াও শাহি ঈদগাহ এর অনেক সদস্য উপস্হিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা শাকিল আহমদ।
সভায় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান মসজিদ কমিটির পক্ষে সদস্যরা।
সাবেক মেয়র সিলেট শহরের নয়াসড়ক মসজিদের আওলাদে রসুল হযরত হোসেন আহমদ মাদানী, হযরত আসআদ মাদানি ও পরিবারের ঐতিহাসিক স্মৃতি তুলে ধরে মসজিদে মেহরাব স্থাপনের জন্য আর্থিক সহযোগিতার কথা তুলে ধরলে মসজিদ কমিটির পক্ষে সর্বাত্মক আর্থিক সহযোগিতার কথা বিস্তারিত বললে কমিটির পক্ষে আশ্বাস প্রদান করেন সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন জুনেদ খান।
পরিশেষে আরিফুল হক চৌধুরী মসজিদ কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়াও ঐদিন বিকালে ডেগেনহামে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ও টিভির ফাউন্ডার মিছবাহ জামাল সিলেট সিটির উন্নয়ন এবং জলাব্ধতা নিরশনে ইতিপূর্বে মেয়র থাকাকালীন সময়ে আরিফুল হকের ভূয়সী প্রশংসা করেন। পরে আরিফুল হকের সম্মানে নৈশ্যভোজের আয়োজন করা হয়।
এতে রেডিও টিভি ফাউন্ডার মিছবাহ জামাল ও নাহিদা মিছবাহ মোঃ আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানান।
সে সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ মোহাম্মদ অহিদ উদ্দিন, ইউকে বিএনপির সিনিয়র সহ সভাপতি তৈমুছ আলি, ডেগেনহাম মসজিদের ভাইস চেয়ারম্যান সানওয়ার মিয়া শওকত, সেক্রেটারী মোয়াজ্জেম খান,আজিজুর রহমান, রকিব চৌধুরী, হাফিজ নাহমাদ মিছবাহ, শায়েকা মিছবাহ ও শাহিরা মিছবাহ প্রমুখ।



