শাপলা চত্বরে ৯৩ জন নিহতের প্রাথমিক তালিকা প্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৫, ১১:৫৩:১৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ২০১৩ সালের ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামীর সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী পরিচালিত অপারেশনে ঠিক কতজন নেতাকর্মী নিহত হয়েছেন- তার সঠিক সংখ্যা এখনও নির্ণয় করতে পারেনি সংগঠনটি। তবে প্রাথমিক খসড়া তালিকায় ৯৩ জন নিহতের কথা বলেছে হেফাজত।
তথ্য যাচাই বাছাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে। যদিও নিহত ৬১ জনের তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন, অধিকার।
হেফাজতের প্রকাশিত প্রাথমিক তালিকাটির লিংক নিচে দেয়া হলো—
Hefazat-E-Islam-20250504211444-20250505002003_1746_250505_092942




