দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের ঈদ পূনর্মিলনী ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৫, ১:০৫:০৯ অপরাহ্ন
লন্ডন অফিস: দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের ঈদ পূনর্মিলনী ও কার্যনির্বাহী পরিষদের সভা গত ২৯ এপ্রিল মঙ্গলবার লূটনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
শাহজাহান শিকদারের সভাপতিত্বে ও এম এ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গাজী আবদুল আহাদ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সেলিম আহমদ।
সভায় আরও উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি সৈয়দ মাহবুব আলম, সহ সভাপতি আব্দুর রশিদ বাবুল, মোস্তফা মিয়া, সিদ্দিকুর রহমান জয়নাল, এমদাদুল হক পাভেল, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সেবুল ইসলাম, আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ কোষাধ্যক্ষ ইলিয়াছ আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তোয়াহিদুর রহমান টিপু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খলিল খান, ত্রান বিষয়ক সম্পাদক ডা: হেলাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক এমরান আজাদ, ক্রীড়া সম্পাদক শিবলী আহমদ, প্রমুখ।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ২৯ জুন ২০২৫ সংগঠনের ২০ বৎসর পূর্তি উপলক্ষ্যে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



