চিলাউড়া এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সভা সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ১০:৪২:৩৫ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: বার্মিংহাম শহরের নিকটবর্তী উলভারহামটনের কাছে ওয়ামবর্ন এলাকায় অবস্থিত তারা মিয়ার বালটি হাট রেস্টুরেন্টে ২৭মে মঙ্গলবার সন্ধ্যায় চিলাউড়া এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও নতুন সদস্য সংগ্রহের আয়োজন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠান সংগঠনের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মছব্বীর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ সাদিকুর রহমান ইয়াওর মিয়া। স্বাগতিক বক্তৃতা প্রদানকালে সভাপতি আলাউদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং যারা ঐতিহ্যবাহী সংগঠন চিলাউড়া এডুকেশন ট্রাস্টের সদস্য পদ এখনও গ্রহণ করেননি তাদেরকে সদস্যপদ গ্রহণ করে একযোগে কাজ করার অনুরোধ করেন।
উপস্থিত সবার মাঝে সংগঠনের সাধারণ সম্পাদক মছব্বীর আহমদ এক বছরের রিপোর্ট পেশ করেন এবং সংগঠনের কোষাধ্যক্ষ সাদিকুর রহমান ইয়াওর মিয়া আর্থিক রিপোর্ট পেশ করেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের তার বক্তৃতায় সন্মানিত চিলাউড়া গ্রামের সকল প্রবাসীকে সংগঠনে অন্তর্ভুক্ত করার জন্য সবাইকে প্রত্যয়ী হওয়ার জন্য সবিনয়ে বিশেষ অনুরোধ জানান।
শুভার্থী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নোয়াপাড়ার বাসিন্দা বর্তমানে বার্মিংহামে বসবাসরত আবুল কাশেম (কাচা মিয়া), যথাক্রমে বক্তৃতা করেন চিলাউড়া এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আব্দুল তাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা মোতাহার হোসেন তারা মিয়া, বিশিষ্ট কমিউনিটি নেতা ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর পুরোপুরি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুর রব, সহ সভাপতি কমর উদ্দীন, অন্যতম সদস্য আব্দুস শহীদ খান, সাদিকুর রহমান ইয়াওর মিয়া, আওলাদ হোসেন, আতাউর রহমান, ইমরান উদ্দীন, খালিক মিয়া ময়না, ছইল মিয়া, হোসেইন আহমদ, আহাদ মিয়া, রাজা মিয়া, নতুন সদস্য নুর মিয়া, নতুন সদস্য নানু মিয়া, নতুন সদস্য রুপা মিয়া, ইব্রাহিম মিয়া, মনজুর মিয়া প্রমুখ।
উপস্থিত সকলের বক্তব্য শুনে সভাপতির সমাপনি বক্তব্যে সকলের কথার জবাব দেন এবং সবার সম্মতিক্রমে ৪/৬ মাস পর সবাইকে উপস্থিত করার উদ্দেশ্যে লণ্ডন শহরে একটি মিটিং করার সিদ্ধান্ত গৃহীত হয়। আমাদের প্রাণ প্রিয় চিলাউড়া গ্রামের প্রতিটি মানুষের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। অনেক সুন্দর আনন্দঘন পরিবেশে সুস্বাদু রাতের খাবার শেষে খোলামেলাভাবে কিছুক্ষণ আলোচনা শেষে সবাইকে আবারও সভাপতি ধন্যবাদ জানান।
পরিশেষে চিলাউড়া পুঞ্জিপাড়া নিবাসী সেইন্ট আলবান্স শহরে বসবাসকারী বেশ কিছু দিন থেকে লিডস শহরে বসবাসরত মানিক মিয়ার অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং আব্দুস শহীদ খানের সৌজন্যে সম্মিলিত মুনাজাতে মরহুমের মাগফেরাত কামনা করা হয়, সেইসাথে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।



