কলকলিয়া ইউনিয়ন ডেভেলাপমেন্ট সোসাইটি ইউকে ফিলিস্তিনিদের জন্যে চেক দিয়েছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ৯:২৬:২৫ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: সিলেটের জগন্নাথপুর উপজেলার, কলকলিয়া ইউনিয়ন ডেভেলাপমেন্ট সোসাইটি ইউকের উদ্যোগে বুধবার পূর্ব লন্ডনে আল খায়ের ফাউন্ডেশনের নিজস্ব অফিসে, ফিলিস্তিনের অসহায় নিপীড়িত মানুষের সাহায্যার্থে স্বনামধন্য চ্যারিটি সংগঠন আল খায়ের ফাউন্ডেশনের কর্মকর্তাদের হাতে অনুদান হিসাবে একটি চেক হস্তান্তর করা হয়।
এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যারিষ্টার জয়নাল আবেদীন। সভাটি পরিচালনা করেন আতাউর রহমান চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলানা তাজুল ইসলাম।
এতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে মৌলানা আজিজুর রহমান, আমির হুসেন এবং আবুল হোসেন আকাশ। আল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের চেক গ্রহণ করেন আব্দুল বাছিত। কলকলিয়া ইউনিয়ন ডেপলোপমেন্ট সোসাইটি সংগঠনটি বিগত বছরগুলিতে এলাকায় রাস্তা ও অসহায় গরীবদের সাহায্যার্থে প্রায় ২০/২৫লক্ষ টাকা সাহায্য করেছে।
সবশেষে সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সম্মৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।




