১৯ দেশের অংশগ্রহণে মালয়েশিয়ায় প্রথম আন্তর্জাতিক ওয়ার্ডপ্রেস সম্মেলন অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ৪:২৩:১৪ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: সম্প্রতি মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ওয়ার্ডক্যাম্প ২০২৫। এটি ছিল একদিনের আন্তর্জাতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবক-চালিত ইভেন্ট। যেখানে ছিল ২৫ জন বক্তা, ২১টি স্পনসর প্রতিষ্ঠান, এবং ১৯টি দেশের অংশগ্রহণ।
এতে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন দুইজন স্পিকার, যারা ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান শেয়ার করেন। এছাড়াও বাংলাদেশ এবং মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে অনেক বাংলাদেশি ওয়ার্ডপ্রেস ডেভেলপার অংশ নেন এই সম্মেলনে। তাঁরা পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে, এবং নতুন কিছু শেখার ও ক্যারিয়ার গড়ার সুযোগ পেতে ইভেন্টে অংশগ্রহণ করেন। এই ইভেন্টের অন্যতম আয়োজক ছিলেন প্রবাসী বাংলাদেশি তরুণ ফ্রিল্যান্সার নাসিম মিয়া।
ফ্রিল্যান্সার নাসিম মিয়া আন্তর্জাতিক ক্লায়েন্টদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি এবং ডিজিটাল মার্কেটিং সেবা দিয়ে থাকেন। নাসিম ওয়ার্ডপ্রেস কমিউনিটির একজন সক্রিয় সদস্য। নাসিম স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত মিটআপ ও ওয়ার্ডক্যাম্প আয়োজনে যুক্ত থাকেন।
“ওয়ার্ডপ্রেস এখন শুধু সফটওয়্যার নয়—এটি একটি বৈশ্বিক কমিউনিটি, যা প্রযুক্তিকে ব্যবহার করে বিশ্বব্যাপী মানুষকে সংযুক্ত করছে” বললেন নাসিম।
ওয়ার্ডপ্রেস ব্যবহার করছে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলো:
বিশ্বব্যাপী বর্তমানে ৪৪% এর বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দ্বারা নির্মিত। এটি ওপেন-সোর্স প্ল্যাটফর্ম হওয়ায় বিশ্বের ছোট-বড় উদ্যোক্তা, সংবাদমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি সরকারি সংস্থাও এটি ব্যবহার করছে। ওয়ার্ডপ্রেস ভিত্তিক কিছু নামকরা ওয়েবসাইট: মেটা (ফেসবুক) নিউজ রোম, নাসা, বিবিসি আমেরিকা, মাইক্রোসফ্ট নিউজ, দি হোয়াইট হাউজ (আর্কাাইভ সাইট)।
প্রোগ্রাম ও অতিথিসভা:
ইভেন্টে ছিল সিকিউরিটি, এসইও, ই-কমার্স, প্লাগইন ডেভেলপমেন্ট ও কনটেন্ট স্ট্র্যাটেজি নিয়ে টেকনিক্যাল ও বেসিক লেভেলের বিভিন্ন ওয়ার্কশপ ও প্রেজেন্টেশন।
আয়োজকরা স্পিকার ও স্পনসরদের জন্য আয়োজন করেন একটি বিশেষ “ওয়েলকাম ডিনার। অতিথিরা বলেন, এটি শুধু একটি রাতের ডিনার ছিল না— এটি ছিল এক মিলনমেলা, যেখানে বন্ধুত্ব ও আন্তরিকতার ছোঁয়া ছিল স্পষ্ট।
স্পন্সর ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে একটি অলাভজনক আয়োজন:
এই ইভেন্টটি ছিল অলাভজনক (ননপ্রফিট) এবং সম্পূর্ণরূপে পরিচালিত হয়েছে স্বেচ্ছাসেবক দল দ্বারা। ইভেন্টটি স্পন্সর করেছে ওয়ার্ডক্যাম্প সেন্ট্রাল। সহ আরও অনেক স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানি, যারা ওয়ার্ডপ্রেস কমিউনিটিকে সমর্থন করে থাকে। এটি শুধু একটি কনফারেন্স নয়, বরং একটি কমিউনিটি বিল্ডিং ইভেন্ট, যেখানে নতুন ও অভিজ্ঞ ডেভেলপার, ডিজাইনার, কনটেন্ট ক্রিয়েটর এবং উদ্যোক্তারা একত্রিত হন।
ওয়ার্ডক্যাম্প জোহর বাহরু ২০২৫-এর সফল আয়োজন মালয়েশিয়ায় ওয়ার্ডপ্রেস কমিউনিটির জন্য একটি বড় মাইলফলক। এই আয়োজনের পর মালয়েশিয়া এখন প্রস্তুতি নিচ্ছে ওয়ার্ডক্যাম্প মালয়েশিয়া ২০২৫ এর জন্য, যেখানে আরো বড় পরিসরে অংশগ্রহণ আশা করা হচ্ছে।
এদিকে বাংলাদেশে প্রথমবারের মতো ওয়ার্ডক্যাম্প ঢাকা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব শীগ্রই। যা দেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।


