লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ছাদ ঢালাই কাজ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৫, ১০:৩২:২৪ অপরাহ্ন
নজমুল হক, সিলেট: লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ২য় তলার দুইটি কক্ষের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ২৯ মে বৃহস্পতিবার সকালে প্রায় ১১০০ বর্গফুট বিস্তৃত এই ছাদের ঢালাই কাজটি মাদ্রাসা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এই মহৎ কাজের আর্থিক পৃষ্ঠপোষকতা করেছেন প্রবাসী দুই মহানুভব ব্যক্তি। তারা হলেন, আনোয়ার মিয়া (লালারগাঁও), যিনি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন এবং আমির উদ্দিন (লামাগাঁও), যিনি আমেরিকাপ্রবাসী।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রবাসী এই দুই দানশীল ব্যক্তির সহযোগিতায় কাজটি বাস্তবায়ন সম্ভব হয়েছে। তাঁরা আরও বলেন, মাদ্রাসার সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
স্থানীয় মানুষজন ও শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা উভয়ই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মাদ্রাসার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আল্লাহতাআলা দাতাদের এই সদকাহ কবুল করুন এবং কিয়ামতের কঠিন দিনে এটি যেন তাঁদের জন্য মুক্তির মাধ্যম হয়। সেই সঙ্গে আমাদের সবাইকে মসজিদ-মাদ্রাসার খেদমতে অংশগ্রহণ করার তাওফিক দিন— আমিন।”
এই ছাদ ঢালাই কাজের সফল সমাপ্তি এলাকাবাসীর মাঝে আনন্দ এবং সন্তোষের অনুভূতি তৈরি করেছে। আশা করা যায়, ভবিষ্যতেও এমন কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।




