তৃতীয় বিশ্বযুদ্ধ, রাশিয়ার ‘বেপরোয়া’ মন্তব্য, নিন্দা যুক্তরাষ্ট্রের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৫, ১:৪৭:৪৯ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের বিরুদ্ধে যুদ্ধের উসকানি দেয়ার অভিযোগ করেছেন ইউক্রেনে মার্কিন প্রেসিডেন্টের দূত কিথ কেলগ।
যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, মেদভেদেভের এই সতর্কবার্তার পর এই অভিযোগ আনেন কেলগ।
বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের জবাবে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্কবার্তা দেন তিনি।
কেলগ বুধবার এক্সে লিখেছেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় জাগানো মেদভেদেভের মন্তব্য দুর্ভাগ্যজনক, বেপরোয়া এবং বিশ্বশক্তির জন্য উপযুক্ত নয়।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে এবং হত্যাকাণ্ড বন্ধ করতে কাজ করছেন।’
কেলগ বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য তার শর্তাবলীর রূপরেখা সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেয়ার অপেক্ষায় রয়েছে। যা ট্রাম্পের সাথে গত সপ্তাহের ফোনালাপে পাঠাতে চেয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
এক সপ্তাহ পরেও পুতিনের স্মারকলিপি না পাঠানোয় ট্রাম্প তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘পুতিন আগুন নিয়ে খেলছেন।’
তার প্রচেষ্টা ছাড়া এতদিনে রাশিয়ায় ‘অনেক খারাপ কিছু হয়ে যেত’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।
এর জবাবে মেদভেদেভ সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘রাশিয়ায় অনেক খারাপ কিছু হয়ে যেত’ বলতে আমি একটি বিষয়ই বুঝি তা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। আমি আশা করি ট্রাম্প এটি বুঝতে পারবেন।’
বিতর্কিত কথার জন্য পরিচিত মেদভেদেভ এর আগে বলেছিলেন যে, রাশিয়ার শর্ত মেনে নিয়ে ইউক্রেনের কাছে এক ধরনের রাষ্ট্রত্ব রক্ষা করার শেষ সুযোগ রয়েছে। তিনি আরও সতর্ক করে দিয়েছিলেন যে ব্যর্থ আলোচনা ইউক্রেন যুদ্ধের আরও ভয়াবহ পর্যায়ে নিয়ে যেতে পারে।
ট্রাম্প মস্কো এবং কিয়েভের মধ্যে যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অগ্রগতি না হলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন।
তিনি ইউক্রেনীয় নেতা ভ্লাদিমির জেলেনস্কিরও সমালোচনা করেছেন, এই বছরের শুরুর দিকে জেলেনস্কির বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে জুয়া খেলার অভিযোগ করেন ট্রাম্প।




