গ্লোবাল জালালাবাদ সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল লন্ডনে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৭:১৪:০৬ অপরাহ্ন
লন্ডন অফিস: বহির্বিশ্বে বৃহত্তর সিলেটবাসীর সর্ববৃহৎ সংগঠন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী ময়নুল হক চৌধুরী হেলাল, সাংগঠনিক সফরে আজ (২৩ মে) শুক্রবার সকাল ৮টার সময় সদূর আমেরিকা থেকে লন্ডনের আন্তর্জাতিক বিমানবন্দর হিথ্রোতে অবতরণ করেছেন।
এসময় এ বিমান বন্দরে কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মুহিবুর রহমান মুহিব, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দিপক, সাংগঠনিক সম্পাদক মিজানুল হক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও বাৎসরিক উৎসব বৃহত্তর সিলেটবাসীর সর্ববৃহৎ মিলনমেলা আন্তর্জাতিক জালালাবাদ উৎসব এর প্রস্তুতি গ্রহণ করতে এই সফর। পর্তুগাল, স্পেন ও ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর সাংগঠনিক সফর ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও লন্ডনে অবস্থানরত গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ মত বিনিময় করবেন।
উল্লেখ্য, ইতিমধ্যে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত সেপ্টেম্বর মাসে প্যারিসের মাক্স দখমী হল রুমে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস ২০২৪ সফল ভাবে অনুস্টিত হয়েছে। এবারের উৎসবকে আরো সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে গ্লোবাল জালালাবাদ এর উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে।



