খন্দকার মুক্তাদির মিশিগানে আগমন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ২:৩৮:২৮ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: গত রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটির আলাদিন রেষ্টুরেন্টে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এর আগমন উপলক্ষে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মনজুরুল হক।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েছ, সিলেট মহানগর বিএনপির সাবেক সহসভাপতি তারেক আহমেদ চোধুরী, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা নাসিরুল হক শাহিন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মো: জিলাল উদ্দিন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রাজু আহমদ তালুকদার, বিএনপি নেতা ওমর আশরাফ ইমন, বিএনপি নেতা নুরুল আমিন সিদ্দিক খালেদ এবং বিএনপি নেতা ওয়াসিমুজ্জমান রনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজী নিজাম উদ্দিন, খন্দকার ইউসুফ কামাল, সমজীদ আলম, মোশাররফ চোধুরী লিটু, জুয়েল হুদা, শাহাদাত হোসেন মিন্টু, কামাল হোসেন লিলু, মাহফুজুল করিম জেহিন, শাহাজাহান রহমান, মফিজ আফাজ উদ্দিন, নাজমুল হক শোভন, আব্দুর রহমান মুর্শেদ, আহমদ শরীফ মেহেদী সহ বিএনপির সকল অংগ সংগঠন এর কয়েক শতাধিক নেতা কর্মী।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন রাজনীতি করি সাধারণ মানুষের কল্যাণে তিনি বিগত দিনে আওমী দুঃশাসন এবং লুটপাটের বর্ণনা দিয়ে বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী দিনের একটি সমৃদ্ধ উজ্জ্বল বাংলাদেশের জন্য সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করি।


