বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের উদ্যোগে বর্ষবরণ উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৫, ৩:২৪:২০ অপরাহ্ন
ফজলুল হক লন্ডনঃ রবিবার ইস্ট লন্ডনের একটি সুনামধণ্য হল রুমে বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন যুক্তরাজ্য পালন করেন বর্ষবরণ উৎসব। মঙ্গল শোভাযাত্ৰা ও ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডঃ হ্যাপি বড়ুয়া ও সুদীপ্তা বড়ুয়া তুলি। অনুষ্ঠানের শুরুতে নব নির্বাচিত সভাপতি বাবু অভি বড়ুয়া ও সাধারণ সম্পাদক বাবু জুয়েল চৌধুরী সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকায় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন বরো অফ নিউহ্যামের কাউন্সিলর রহিমা রহমান এবং কনসর্ট মুজিবর রহমান। ছিলেন উদীচী যুক্তরাজ্যের প্রধান সভাপতি গোলাম মোস্তফা।
নানারকম মজাদার দেশীয় খাবার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন দেশি বিদেশী সম্মানিত ব্যক্তিবর্গ।
বিলেতে বড় হওয়া শিশু কিশোরদের পরিবেশনায় গান নাচ সবাইকে মুগ্ধ করে।
এছাড়া বিলেতের বিশিষ্ট শিল্পী লাবনী বড়ুয়া, সমনজয় বড়ুয়া, সুমন বড়ুয়া, ডিকো , নন্দিতা বড়ুয়া,য সুতপা বড়ুয়া, আরিয়ানা বড়ুয়া প্রিয়ন্তি চৌধুরীর সংগীত পরিবেশনায় সকল দর্শক ছিল প্রাণবন্ত ও উচ্ছলতায় মুখর। অনুষ্ঠানে পুরোনো দিনের গান পরিবেশন করেন প্রবাল চৌধুরী ও মুন্নি বড়ুয়া।
সুমন বড়ুয়া ডিকো ও তুলির দৈত্ব পরিবেশনা যা কিনা সবাইকে খুব আনন্দ দিয়েছে।
পরিশেষে অনুষ্ঠানটির কমিটি মেম্বার মিসেস শেলী বড়ুয়া ও সৌরনি বড়ুয়া সবাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।



