মদন মোহন কলেজ হোষ্টেল এলামনাই এসোসিয়েশন ইউকে গঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৫, ১:২৬:৩৪ অপরাহ্ন
ফজলুল হক লন্ডন: শিক্ষাবিদ, কমিউনিটি ব্যক্তিত্ব ও মদন মোহন কলেজ হোস্টেল ইউকের প্রবাসী
জ্যেষ্ঠ প্রাক্তন ছাত্র আলহাজ্ব মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং মোহাম্মদ আজিজের
উপস্থাপনায়, সোমবার ইষ্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে মদন মোহন কলেজ হোষ্টেল এলামনাই এসোসিয়েশন
ইউকে নামে একটি নতুন সংগঠনের সংবিধান সহ কার্যকরি কমিটি গঠনের লক্ষ্যে, একটি বিশেষ সাধারণ
সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত সকলের মতামত ও পরামর্শ দিয়ে উক্ত সংগঠন প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদান রাখার প্রতিশ্রুতি দেন। এতে সর্বপ্রথম নতুন সংগঠনের জন্য প্রণীত সংবিধান উক্ত সভায় অনুমোদন করা হয়। সভাপতি সকলের সম্মতি নিয়ে নির্বাচন কমিশন হিসেবে জ্যেষ্ঠ কয়েক জনের পরামর্শক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে যথাক্রমে মোহাম্মদ শাহিদ আলিকে সভাপতি, মোহাম্মদ আজিজকে সাধারণ সম্পাদক ও হাবিবুর রহমানকে কোষাধ্যক্ষ মনোনিত করে ১১ সদস্যের কার্যকরী কমিটি ও ৭ সদস্যের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন।
সিদ্ধান্ত অনুযায়ী উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ হলেন, মোহাম্মদ মুজিবুর রহমান, হাফিজুর রহমান চন্দন, ইকবাল আহমেদ, নূরুল ইসলাম, ব্যারিস্টার আবুল কালাম, নজমুল হোসেন চৌধুরী চান্দ, আনোয়ার পাশা।
এছাড়া সিদ্ধান্ত অনুযায়ী কার্যকরী কমিটির সদস্যবৃন্দ হলেন, সভাপতি মোহাম্মদ শাহিদ আলি,সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুছ সালাম।
সদস্যবৃন্দ হলেন তাজুল ইসলাম, আজমল হোসেন, মোহাম্মদ আকমল হোসেন জুয়েল, খায়রুজ্জামান খান, ফখরুল ইসলাম মিছবাহ।

