সিলেট ও সুনামগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৫, ১০:৫১:৫৬ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটের ফেঞ্চুগঞ্জে ও সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলা বাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে নৌকা চালানোর সময় বজ্রপাতে জিলান মিয়া একজন মারা গেছেন। পেশায় নৌকা চালক নিহত জিলান উপজেলার বাঘমারা পশ্চিম পাড়া এলাকার নাসিম মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান। তিনি জানান, প্রতিদিনের মত জিলান মিয়া নদীতে নৌকা চালাতে বের হোন। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জিলান মিয়া মারা যান। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সুনামগঞ্জের দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামের পাশে বজ্রপাতে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় ইকবাল হোসেন (৩৫) নামে এক বেপারীর (শ্রমিক) মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি ভোলা জেলার রসুলপুর উপজেলার রসুলপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে। সে চন্ডিপুর গ্রামে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিল।
এলাকাবাসী জানান, পৌরসভার চন্ডিপুর গ্রাম সংলঘ্ন বরাম হাওর থেকে ধান কেটে কাধে করে ধানের বোঝা নিয়ে আসার সময় সন্ধ্যা ৬ টায় বজ্রপাতে তার মৃত্যু হয়। প্রতিবেশীরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



