জাসদ ইউরোপীয় ইউনিয়ন কমিটির বিবৃতি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৫, ৮:৫৮:১৫ অপরাহ্ন
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ইউরোপীয় ইউনিয়ন কমিটির সভাপতি মতিউর রহমান মতিন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের প্রখ্যাত সমাজতান্ত্রিক রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, প্রাক্তন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে চরম মৌলবাদী ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর মদদপুষ্ট ডঃ ইউনুসের নেতৃত্বাধীন তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের সাজানো এক সম্পূর্ণ মিথ্যা মামলায় কারাবন্দী করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা মনে করি, এই মামলা শুধু ইনুর উপর উপর নির্যাতন নয়, বরং এটি বাংলাদেশের প্রগতিশীল, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাজনীতির উপর একটি গভীর আঘাত। এই রাজনৈতিক প্রতিহিংসার ট্রাইব্যুনালের নামে চলমান প্রহসনের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিশ্বব্যাপী মানবতাবাদী, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক দল ও ব্যক্তি বিশেষের প্রতি আমাদের আহ্বান—এই অন্যায় ও স্বৈরাচারী অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হোন এবং সংহতি প্রকাশ করুন।—বিজ্ঞপ্তি


