মিশিগানে কানাইঘাট এসোসিয়েশনের হাফেজে কুরআন ও গ্রাজুয়েট সম্মাননা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৫, ৮:২১:৩০ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে কুরআনে হাফেজ ও স্কুল গ্রাজুয়েটদের সম্মাননা প্রদান সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে মিশিগান ডেট্রয়েট আইসিএনডি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা কয়েছ আহমদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শায়খ ইমাম আব্দুল লতিফ আজম, ইমাম মাওলানা রায়হান উদ্দিন, ইমাম হাফিজ তাজ উদ্দীন, এসোসিয়েশনের উপদেষ্টা ওয়ালিউর রহমান, মাঈন উদ্দীন, এসোসিয়েশনে সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী ও যুব বিষয়ক সম্পাদক খাজা আফজল হোসাইন প্রমুখ।
মিশিগানে অবস্থানরত কানাইঘাটের যে কয়জন কুরআনে হাফেজকে সম্মাননা দেয়া হয় হাফেজ ওমর বিন হাসনাত, হাফেজ ওয়াহিদুর রহমান মান্না, হাফেজ থালহা বিন হাসনাত, হাফেজ আনাস বিন হাসনাত, হাফেজ মোহাম্মদ সাজিদ আলম, হাফেজ আহমেদ আল ইমদাদ চৌধুরী, হাফেজ তামিম উদ্দিন, হাফেজ ইব্রাহিম উদ্দিন ও হাফেজ এশান নূর। হাই স্কুল থেকে গ্রাজুয়েট সম্মাননা যাদের হাতে তুলে দেয়া হয় তারা হলেন, মুহতাসি ফুয়াদ রহমান ফারহান, তাহিয়া ফেরদৌস, নুসরাত রহমান, জারা নূর, তাহমিদ আম্বিয়া ও মোহাম্মদ সাজিদ আলম।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন রাদি আহমেদ ও সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুলায়মান আল মাহমুদ। অনুষ্ঠানে ছোটদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশ নেয়া প্রতিযোগীদের জন্য বিশেষ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করলেও আমরা মনে প্রাণে কুরআনের শিক্ষা, দেশীয় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিকে ধারণ করি। এধরণের আয়োজন আমাদের জাতিস্বত্তাকে বিকশিত করতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আমাদের তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধ, দেশীয় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় উদ্ধুদ্ধ করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।