মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৫, ৩:৩৮:৩০ অপরাহ্ন
বাহরাইন থেকে সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী: বাংলাদেশী শ্রমিকদের ভাবমূর্তি উজ্জ্বল করতে বাহরাইন সরকারের আইন মেনে ও সে দেশের সংস্কৃতি অনুসরণ করে চলার আহবান জানিয়েছেন, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ার এনডিসি।
গত বুধবার স্থানীয় সময় দুপুর ১ টায় দূতাবাসের কনফারেন্স হল রুমে সামাজিক সংগঠন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রদূত।
এসময় সংগঠনের সভাপতি সৈয়দ সুরমান মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, মোহাম্মদ আরিফ, তোফায়েল আহমেদ,শামিম আহমেদ ওলি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিঞ্চু পদ দেব, শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল সিদ্দিকী, সোহেল আহমেদ, মোহাম্মদ সুমন, শেখ সিতু, মোহাম্মদ রানা সহ অনেকে রাষ্ট্রদূত সাথে উপস্থিত ছিলেন, দূতাবাসের শ্রম সচিব মো. মাহফুজুর রহমান।
রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ার কে মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
এসময় রাষ্ট্রদূত সামাজিক সংগঠন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইন এর বিভিন্ন কাজের ভুয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তর উত্তর সফলতা কামনা করেন।