ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৫, ১২:৩৩:১৯ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। ১১ এপ্রিল দিবাগত রাত প্রায় এগারটার দিকে ঘটনাটি ঘটে। নিহতের নাম লাকী ইমাম (২১)। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের সইফ আলীর ছেলে। নিহতের চাচা তইয়ব আলী জানান একটি গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
লাকীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফেঞ্চুগঞ্জ সরকারি হাসপাতালে নিহতের মরদেহ দেখার জন্যে স্বজন ও বন্ধুরা ছুটে যান। সামাজিক মাধ্যমে স্বজনেরা জানান, লাকী অত্যন্ত ভাল ছেলে ছিল।
মৌলভীবাজার—সিলেট রোডের ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন নয়াবাজার—ফেরিঘাটের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা হয়। উল্লেখ্য, সড়কের এই জায়গায় প্রতি বছর দু-চারটি সড়ক দুর্ঘটনায় প্রাণনাশ হয়ে থাকে। এ স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে সচেতনমহল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।