ফের ভূমিকম্প সিলেটে, শক্তিশালী বৃষ্টিবলয়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৫, ৯:২১:৩১ অপরাহ্ন
সিলেট অফিস: আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। আজ ১১ এপ্রিল শুক্রবার বিকাল ৪টা ৫৫ মিনিটে অনুভূত হয় ভূমিকম্পটি। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অপরদিকে, শক্তিশালী বৃষ্টিবলয়ের কবলে পড়তে যাচ্ছে দেশ। যা বিভিন্ন অঞ্চল ঘুরে সিলেট হয়ে দেশ ত্যাগ করবে। আর বৃষ্টিবলয়ের সময়ে সিলেটে ৯০ থেকে ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এই তথ্য জানিয়েছে। একদিকে বৃষ্টি বলয়ের শংকা অপরদিকে ভূমিকম্পের ঝাটকা। দুইয়ের শংকা নিয়ে উদ্বেগ বাড়ছে সিলেটজুড়ে।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১০৭ কিলোমিটার দুরে ভারতের ত্রিপুরায়। ভূমিকম্প নিয়ে অনেককে সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা যায়। এরআগে ৫ মার্চ বেলা ১১টা ৩৮ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।