ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৫, ২:২৬:২৫ অপরাহ্ন
নজমুল হক, ফ্রান্স প্রতিনিধি: ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য মানুষ হত্যায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বাসক ফ্রান্স শাখার নেতৃবৃন্দ।
৯ এপ্রিল, বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বাসক ফ্রান্স শাখার সভাপতি কবি সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হক এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ অমানবিক এ ঘটনায় নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতিতে বলেন, গত অর্ধ শতাব্দীর ধারাবাহিকতায় ফিলিস্তিনের ভূমি অবৈধভাবে দখল করে জন্ম নেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী বর্বরোচিতভাবে এবারও নির্বিচারে বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা করেছে। বিশেষত ফিলিস্তিনের জনগণকে পবিত্র ঈদুল ফিতর পালনে বাধা প্রদান, হামলা চালিয়ে নির্বিচারে নারী-শিশুসহ সাধারণ জনগণকে হত্যা, ফিলিস্তিনের স্বাধীন জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদের মতো কার্যক্রম স্পষ্টতই মানবতাবিরোধী কর্মকাণ্ড। বরাবরের মতো ইসরায়েলের এমন মানবতাবিরোধী কর্মকাণ্ড চালানোর পরও তাদের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের কোনো কার্যকর পদক্ষেপ নেই। জাতিসংঘ, ওআইসি, ইউরোপীয় ইউনিয়নের মতো বৃহৎ সংগঠন ও আরব দেশগুলো এ ঘটনায় দুঃখজনকভাবে নির্বিকার। সংগঠনগুলো মানবতাবিরোধী এ অপরাধ কার্যক্রমের দায়সারা নিন্দা জানিয়েই দায়িত্ব পালন করছে এবং কার্যত কোন ভূমিকা নিতে ব্যর্থ।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ফিলিস্তিনিদের জনগণের প্রতি ইউরোপ, আমেরিকা, এশিয়া, আরবসহ পুরো বিশ্বের সাধারণ জনগণ অকুণ্ঠ সমবেদনা ও প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের বেঁচে থাকার অধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সারা বিশ্বের কতিপয় শাসক গোষ্ঠী অনেকটাই যেন বর্ণবাদী, সাম্রাজ্যবাদী ইসরাইলের সমর্থক।
নেতৃবৃন্দ এ ঘটনায় বাংলাদেশ সরকার ও ফ্রান্স বাংলাদেশ দূতাবাসের কাছে ইসরাইলের এসব হত্যাকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান ও ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ও বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি আহবান জানান এবং ইসরায়েলের পণ্য বর্জনের জন্য বিশ্ববাসীকে আহবান জানান।