সিলেটে গ্রামপুলিশগণ এর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (ব্যাচ নং ৬৭) এর উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ১০:৩৪:৩৫ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক আয়োজিত সিলেট সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশগণ এর মাসব্যাপী “বুনিয়াদি প্রশিক্ষণ” কোর্স (ব্যাচ নং ৬৭) এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসব্যাপী “বুনিয়াদি প্রশিক্ষণ” কোর্স (ব্যাচ নং ৬৭) এর শুভ উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর মহাপরিচালক (গ্রেড-১) মোঃ আব্দুল কাইয়ূম।
সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট স্থানীয় সরকার উপ-পরিচালক মিজ সুবর্ণা সরকার, সিলেট জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট এর প্রতিনিধি। স্বাগত বক্তব্য রাখেন এনআইএলজি যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) ও অনুষদ সদস্য মোহাম্মদ জাহিদ আখতার।
উদ্বোধক জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর মহাপরিচালক (গ্রেড-১) মোঃ আব্দুল কাইয়ূম তার বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ একটি প্রাচীনতম প্রতিষ্ঠান যেখানে আমাদের কোনো না কোনো সেবা নেওয়ার জন্য যেতে হয়। এই সেবা প্রদানে সহযোগিতা করেন গ্রামপুলিশগণ। গ্রামপুলিশগণকে আরো কার্যকরী সেবা প্রদান এবং দায়িত্ব পালনে দক্ষ করে তোলার জন্য বুনিয়াদি প্রশিক্ষন গ্রহণ করা হয়েছে। এ প্রশিক্ষণে ১০০টি সেশনে গ্রামপুলিশগণের দায়িত্ব-কর্তব্য, আইন, বিধি-বিধানসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে দীর্ঘ এক মাস নিজেদের গড়ে তোলার সুযোগ পাওয়া যাবে।
তিনি আরো বলেন, আমরা চাই শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা, শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা। আর এই শান্তিপূর্ণ জীবন ও সমাজ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গ্রামপুলিশরা যথেষ্ট ভূমিকা পালন করে। মাসব্যাপী এই প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করতে গ্রামপুলিশ বাহিনীর প্রতি তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, গ্রামপুলিশগণের কার্যক্রম গ্রাম পর্যায়ে ব্যাপকভাবে বিস্তৃত। গ্রাম পর্যায়ে আইনশৃখলা রক্ষার ক্ষেত্রে গ্রামপুলিশদের ভুমিকা অপরিসীম। গ্রাম পর্যায়ে বিভিন্ন অপরাধের প্রাথমিক তথ্য পাওয়ার জন্য গ্রামপুলিশরা সাহায্য করেন। আমাদের গ্রামপুলিশ নিরলসভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন। বুনিয়াদি এ প্রশিক্ষণ গ্রামপুলিশগণকে আরো দক্ষ ও কার্যকর করে তোলতে অগ্রণী ভূমিকা পালন করবে।
এসময় সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ খোশনুর রুবাইয়াদ, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোহাম্মদ লায়েছ মিয়া তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাহিদ আরজুমান বানু, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন, উপজেলা আইসিটি অফিসার শ্যামল চন্দ্র দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পাভেল সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, ইনস্ট্রাক্টর এ.কে.এস অনিছুজ্জানান ভুইয়া, সহকারী প্রোগ্রামার ব্যানবেইস ছৈয়দ মোঃ আজহার হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমদ সিরাজুম মুনীর, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জনির উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মিজ নুসরাত-এ-ইলাহী, তথ্যসেবা কর্মকর্তা মিজ রহিমা বেগম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সিলেট সদর উপজেলাধীন খাদিমনগর ইউপি চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম আজাদ, কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মনাফ, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মো. মানিক মিয়া সহ সিলেটের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।