লন্ডনে বিবিসিসিআই-এর কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হলো
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ১০:৫৫:০২ অপরাহ্ন
লন্ডন অফিস: ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর একটি গুরুত্বপূর্ণ কার্যনির্বাহী সভা সম্প্রতি লন্ডনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মোঃ রফিক হায়দার এবং সভাটি পরিচালনা করেন ডিরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মাহদি।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন প্রেস অ্যান্ড পাবলিসিটি ডিরেক্টর মিসবাহ চৌধুরী।
সভায় অংশগ্রহণ করেন সাবেক প্রেসিডেন্ট প্রফেসর এস.বি. ফারুক, বশির আহমেদ, সহ-সভাপতি আবুল হায়াত নুরুজ্জামান ও কুটি মিয়া। আরও উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন খান, এমদাদ আহমেদ, মঈন উদ্দিন, কাউন্সিলর জাহাঙ্গীর আহমেদ এবং ডা. শাহনূর খান।
সভায় আগামী বছরের কৌশলগত পরিকল্পনা, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য সহায়তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে নতুন করে দুটি আঞ্চলিক শাখা চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়।