মিশিগানে ভ্রাম্যমান কনস্যুলার সেবা ১২ ও ১৩ এপ্রিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ৫:০১:০১ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি’র সরাসরি অংশগ্রহনে ও বাংলাদেশ সোসাইটি অব মিশিগান ইউ এস এর আয়োজনে মিশিগানে আগামী ১২ এবং ১৩ এপ্রিল ২ দিন ব্যাপী সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত মোবাইল কনস্যুলার সেবা প্রদান করবে বাংলাদেশ দুতাবাস ওয়াশিংটনের কর্মকর্তারা।
এই উপলক্ষে রবিবার ওয়ারেন সিটির আল ইহসান ইসলামী সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আয়োজকরা।
সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুলের সভাপতিত্বে এবং সেলিম আহমদের পরিচালনায় উক্ত সংবাদ সম্মেলনে কনস্যুলেট সার্ভিস এর বিভিন্ন কার্যক্রম ও নীতি মালা সম্পর্কে বিস্তারিত বর্ননা করেন মোবাইল কনস্যুলেট সার্ভিস পরিচালনা কমিটির প্রধান দেওয়ান আকমল চৌধুরী।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকরুল ইসলাম লয়েস, খন্দকার ইউসুফ কামাল, নুরুল হক, সমজিত আলম, ইমাম ফকরুল ইসলাম, বাংলা প্রেস ক্লাব মিশিগান এর সাবেক সভাপতি সৈয়দ সাহেদুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, মিসবাউর রহমান চৌধুরী, সৈয়দ মোশারফ চৌধুরী লিটু, জুয়েল হুদা, শাহাদত হোসেন মিন্টু সিটি অব ওয়ারেন এর কাউন্সিলর পদপ্রার্থী শাব্বির খান ও কবির আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মুলত ২ দিনের কনস্যুলার সেবার মধ্যে মুলত যে সেবা ৩টি প্রদান করবে এন ভি আর, ই- পাসপোর্ট এবং পাওয়ার অফ অ্যাটর্নি।