গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বৈশ্বিক ধর্মঘট
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৫, ১:৪৮:২৯ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন নিউ ইয়র্ক হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন এবং ডক্টর্স অ্যাগেইনস্ট জেনোসাইড। সোমবার (৭ এপ্রিল) নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ের সামনে স্থানীয় কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন।
হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছে, গাজায় গণহত্যা বন্ধে আমরা বৈশ্বিক ধর্মঘটের আহ্বান জানাচ্ছি। এই উদ্দেশ্য সফল করতে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল বন্ধ থাকবে। পদক্ষেপ নেওয়ার এখনই সময়।
বিশ্ব স্বাস্থ্য দিবসের দিকে ইঙ্গিত করে ওই বিবৃতিতে বলা হয়, বিশ্ব এখন নবজাতক ও মায়েদের স্বাস্থ্যসেবা নিয়ে অনেক সচেতন। অথচ গাজাবাসী জীবন ধারণের মৌলিক অধিকার থেকেই বঞ্চিত হচ্ছেন। মার্কিন বোমার আঘাতে হাসপাতাল গুঁড়িয়ে যাচ্ছে। অগণিত মা ও শিশু সাধারণ যত্নের অভাবে এবং বিস্ফোরণের আঘাতে মৃত্যুবরণ করছে।
এর মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর যেন আগুনে আরও ঘি ঢেলে দিয়েছে। ট্রাম্পের নতুন ঘোষিত শুল্ক নিয়ে সমঝোতার পাশাপাশি ইরান ও হামাসের বিষয়ে আলোচনা করতে সোমবার ওয়াশিংটন যাওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর।
নেতানিয়াহুর সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওই বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুকে ফেরারি যুদ্ধাপরাধী বলে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই অপরাধী আবার একই দিনে হোয়াইট হাউজে বৈঠক করতে যাচ্ছেন।
ধর্মঘটে অংশগ্রহণের জন্য জোরালো আহ্বান জানিয়ে বিবৃতির শেষে বলা হয়, গাজার জন্য ন্যায়বিচারের দাবিতে সবাই রাস্তায় নেমে আসুন। জায়নবাদীদের যুদ্ধাপরাধের অবসান ঘটান। মার্কিন সহযোগিতা বন্ধ করুন। আর সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনুন। পুরো একটা জনগোষ্ঠী যখন অনাহারে থেকে বোমার আঘাতে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আমরা তখন হাত গুটিয়ে বসে থাকতে পারি না। রাস্তায় নামুন, আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন!
‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি পালনে ছাত্রশিবিরের আহ্বান
গাজায় ইসরাইলি সন্ত্রাসীদের বর্বরোচিত গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি পালনে সকলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম আজ (৬ এপ্রিল) এক বিবৃতিতে বলেছেন, পশ্চিমা দেশসমূহ, বিশেষ করে আমেরিকার প্রত্যক্ষ মদদে দখলদার ইসরাইল সরকার গাজায় নির্বিচার গণহত্যায় মেতে উঠেছে। সন্ত্রাসীদের বোমার আঘাতে শুকনো পাতার ন্যায় মানুষের ক্ষতবিক্ষত দেহাংশ উড়ছে। নবজাতক, নারী-শিশু, বৃদ্ধ প্রতিমুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। মানবিক সহায়তা দিতে আসা সমাজ ও স্বাস্থ্যকর্মী, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীও রেহায় পাচ্ছে না তাদের বর্বরতা থেকে। কোলাহলপূর্ণ গাজা উপত্যকা এখন শুধুই জনমানবহীন বিরানভূমিতে পরিণত হয়েছে। অসভ্য ও অমানবিকতার নির্মম শিকার গাজাবাসী যেন অভিভাবকশূন্য।
নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩ এপ্রিল পর্যন্ত গাজায় শহিদ হয়েছেন কমপক্ষে ৫০,৫২৩ জন এবং আহত হয়েছেন ১,১৪,৭৭৬ জন নিরীহ মানুষ। গাজাবাসীর মধ্যে ৯০ শতাংশই বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে প্রতিদিন গড়ে ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, বিশ্বমানচিত্র থেকে মুসলমানদের পবিত্রতম ভূমির বিলিন হয়ে যাওয়ার নির্মম দৃশ্য দেখেও বিশ্ববিবেক আজ নির্বিকার। বিশেষ করে মুসলিম বিশ্বের শক্তিধর দেশসমূহ ইসরাইলের বর্বরতা দেখেও মুখে কুলুপ এঁটে বসে আছে। মুসলিম রাষ্ট্রসমূহের নির্লিপ্ততাই ইসরাইলকে গণহত্যায় উৎসাহিত করছে। জাতিসংঘ, ওআইসির ও আরব লীগের মত সংগঠন তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
নেতৃবৃন্দ দখলদার ইসরাইল বহিনীর গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আহুত ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিকে সমর্থন জানিয়ে আগামীকাল সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন ও সারা দেশে অফিস আদালত বন্ধ রাখার জন্য বাংলাদেশের ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইসরাইলের বর্বরতার প্রতিবাদ জানিয়ে চলমান গণহত্যা বন্ধে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতিও বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
ইসরাইলি বর্বরতার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একইসঙ্গে এই মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে আগামী ৮ এপ্রিল মঙ্গলবার সারাদেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম হামলায় হাজার হাজার নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন। শিশু, নারী ও বৃদ্ধদের পর্যন্ত হত্যা করতে দ্বিধা করছে না এই অবৈধ দখলদার বাহিনী। গাজা আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। দখলদার ইসরায়েল যেন গাজার চিহ্ন পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায়। এর মধ্যেও আন্তর্জাতিক বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা অত্যন্ত পরিতাপজনক।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণও চরম অমানবিক। এই অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ ও আহত ফিলিস্তিনিদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছে এবং বিশ্বব্যাপী ঘোষিত ‘ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে।
এই প্রেক্ষাপটে ৮ এপ্রিল মঙ্গলবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল সাড়ে দশটায় শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নেবে এবং দুপুর বারোটায় শহরের কেন্দ্রীয় স্থানে গিয়ে সম্মিলিত বিক্ষোভ সমাবেশে অংশ নেবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং দেশের সকল ছাত্র ও সচেতন নাগরিকদের এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।